শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আপনার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু??

 আপনার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু??


সমীক্ষা করে দেখা গেছে, যারা বড়লোক। যারা করোনা সম্পর্কে খুবই সচেতন নাগরিক। টিভি, সংবাদপত্রের কল্যানে আজ কত করোনা রোগী বাড়ল, গতকাল কত করোনা রোগী বেড়েছিল, প্রায় সব খবর নখ দর্পণে রাখেন।যারা 24 ঘন্টায় মধ্যে 18 ঘন্টা মাক্স ব্যবহার করেন,ঘনঘন হাতে সেনিটাইজার নেয়,এমনকি কোথাও বাসে বা ট্রেনে এমনকি প্রাইভেট গাড়িতে গেলেও সঙ্গে করে বোতল বোতল সেনিটাইজার নিয়ে যান ।যারা সমাজে VIP বলে পরিচিত।এমনকি যারা অভিনেতা বা অভিনেত্রী তারায় বেশি বেশি করে করোনা আক্রান্ত হয়। VIP ব্যক্তিরা কেউ একবার, কেউ দুবার কেউ তিনবার করে করোনা আক্রান্ত হয়। এদের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ,দ্বিতীয় ডোজ বহুদিন পূর্বেই নেওয়া হয়ে গেছে। তবুও এরা বারবার করোনায় আক্রান্ত হয়। এবং ভবিষ্যতেও এদের করোনায় বা অমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 99.99%.....


 অন্যদিকে সমীক্ষার রিপোর্ট বলছে, যারা করোনা সম্পর্কে বিন্দুমাত্র সচেতন নয়। মাক্স পরেন না ।যাদের সেনিটাইজার কেনারও পয়সা নেই। এদের 90% বাড়িতে টিভি নেই। এরা সংবাদপত্র পড়েন না,বলে আজ কত করোনা রোগী বাড়ল, গতকাল কত করোনা রোগী বেড়েছিল, তার কোনো হিসেব রাখার প্রয়োজন মনে করেন না। ।ঘনঘন হাতে সেনিটাইজার নেয় না।এমনকি কোথাও বাসে বা ট্রেনে গেলেও সঙ্গে করে বোতল বোতল সেনিটাইজার নিয়ে যাওয়ার সামর্থ্য এদের নেই ।যারা সমাজে শ্রমজীবী, লেবার, দিনমজুর নামে  পরিচিত।যারা গ্রামে বাস করেন ,তাদের কিন্তু সেরকমভাবে করোনা  হয় না। দূরবীন দিয়ে খোঁজা খুঁজির পর যে দু একটা গ্রামের দিকে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়, সেটা পার্সেন্টেজে ধরা যায় না । এদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0.01%...


এবার আপনি হিসেব করে দেখুন। আপনার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু??


(বিঃদ্রঃ―এই সমীক্ষাটি আপনার পছন্দ না হলে আপনি নিজে সমীক্ষা করে হাজার বার দেখতে পারেন।)


©জামাল আনসারী 

08/01/2022