বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ধর্মের গোলকধাঁধা


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সে জন মারে আর শুধু মরে’।
মানুষের যথার্থ ধর্ম কি? সাধারণ মানুষ সামাজিক আচার-আচরণ, নিয়ম রীতি  পালন করাকেই ধর্ম বলে জানে ও মানে।  ঢাক ঢোল বাজিয়ে , বাইক লাগিয়ে উচ্চস্বরে সেই আওয়াজকে মানুষের কর্ন মূলে প্রবেশ করানোটাই ধর্ম নয়। 
 মানুষের ধর্ম একান্তই তাঁর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।তা কখনোই লোককে ডেকে হেঁকে দেখানোর সামগ্রী নয়। ধর্ম সাধারণ মানুষের কাছে অনেকটা গোলকধাঁধা র মতো।আগুনের ধর্ম যেমন দহন, তরবারির ধর্ম যেমন তীক্ষতা, তেমনি মানুষের ধর্ম মানবতা।আমার এই কবিতাগুলি যদি কোনো পাঠকের বিন্দুমাত্র ভালো লাগে,তবেই আমার এই প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব।

এই ebook এর কবিতা গুলি কোনো গোঁড়া ধর্মান্ধ ব্যক্তি  পড়ে আঘাত পেয়ে থাকলে  আমি আন্তরিক ভাবে দুঃখিত!

কাব্যগ্রন্থ : ধর্মের গোলকধাঁধা
লেখক : জামাল আনসারী


এই বইটি ডাউনলোড করতে নীচের
 লিঙ্কটি ক্লিক করুন 👇👇👇



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন