আধুনিক যুগের ধর্ম এই,
যারা একমুঠো পচা,বাসি খাবারের তরে
মানুষের দ্বারে দ্বারে ঘুরে
তবুও জোটে না খাদ্য,
আর যারা চাই না কোনদিনও খেতে
তাদেরকে আমরা দিচ্ছি যেচে,
অভুক্তকে বঞ্চিত করে সাজাইছি নৈবদ্য।
হায় রে,আমরা কেমন এ বিশ্বের শ্রেষ্ঠ জীব!
চোখের সামনে ছটপট করতে করতে
না খেয়ে কোলের শিশুটি মরছে,
গুজবের জেরে রক্ত ঝরছে,
ধর্মের রক্তক্ষয়ী হানাহানি,
সুযোগসন্ধানী ধর্মান্ধররা,
কেউ ত্রিশুলে,কেউ চাপাতিঘাতে চালায় কুরবানি।
ধর্মের বিষবাষ্প যখন ছেয়েছে সারা দেশ,
মানুষের শুভবুদ্ধির উদয় হবে কি?
দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক নেতাদের মিথ্যাভাষণে,
তোষণ নীতি, আর হিন্দু-মুসলমানের বিভাজন
ধর্মের দগদগে আগুনে তারা ঢালছে ঘি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন