শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ধর্ম আর রাজনীতি


ধর্মের মধ্যে রাজনীতি আছে,
      রাজনীতির মাঝে আবার ধর্ম,
গরীবের মাথায় হাত বুলানো 
    দেশের নেতাদের এখন কর্ম।

যারা যত বড় অপরাধী, 
      তারাই আজ তত বড় মন্ত্রী ।
সারা দেশে একই চিত্র ,
    আছে দুই, একটি  ব্যতিক্রমী ।

মানুষ গুলো কে পশু বানালে
    তবেই করা যায় পশুর কাজ ।
গরীবের বুকের রক্ত নিংড়ে নিয়ে
    গড়ে উঠেছে নেতাদের  রাজ প্রাসাদ ।

ধর্ম আর রাজনীতি এখন
      একই মুদ্রার এপিঠ,ওপিঠ 
সারা বিশ্বে অশান্তির কারণ 
     ধর্মই   যুগে যুগে করে মারপিট।

নির্বাচন ভাই, টাকার খেলা,
    নেতাদের প্রহসন মাত্র।
শিল্পপতিরা শিক্ষক মশাই,
     নেতারা হলো অনুগত ছাত্র ।

ধর্ম আর রাজনীতি এখন
      একে অপরের সহোদর ভাই, 
এমন হীন কর্ম বাকি নেই, 
      যা ধর্ম ও রাজনীতিতে হয় নাই ।

নেতারা চাই না, শিক্ষিত সমাজ
   চাই না, জন সাধারণের ভালো।
ধর্মের অন্ধকারে ডুবে থাকুক, 
      না, জ্বলুক শিক্ষার আলো ।

ধর্ম, রাজনীতি আর দুর্নীতি
     মিলে মিশে আজ একাকার ।
শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষের
  শোনা যায়, বিশ্বময় হাহাকার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন