তুমি মানো আর না মানো হে
দেশটা আমাদের গণতান্ত্রিকই বটে।
দেশপ্রেমে উত্তপ্ত নাতিশীতোষ্ণ জলবায়ু,
আকাশে, বাতাসে,ছড়িয়েছে তার ধ্বংসাত্মক পরমানু।
কে দেশপ্রেমিক?
আর কেই বা দেশদ্রোহী?
আজ বিচারে নেমেছে কারা?
যারা স্বার্থান্বেষী, ধর্মান্ধ, দুর্নীতির পঙ্কিলে আকন্ঠ নিমজ্জমান,
দেশ জুড়ে চলতে থাকে নিত্য নতুন ফরমান।
উতলা হাওয়ার ঝড় ঝাঁপটে,উদ্দমতার বসে
হাজার হাজার নারী ও শিশুর প্রান পাখি পড়ে খসে,
----এই দেখে মহান মহান রাজনৈতিক নেতারা বলে,
'এটা একটা ছোট্টখাট্টো ঘটনা'
এতো বড়ো দেশে এরকম দু একটা ঘটে.....
তুমি মানো আর নাই মানো হে
দেশটা আমাদের গণতান্ত্রিকই বটে।
দুর্নীতি যে দেশে আকাশ চুম্বী,
অন্যায়ের সাথে আপোষ না করে
এক সেকেন্ডও বেঁচে থাকা যায় না।
সে দেশে কার আছে বুকের পাঁটা?
যে নির্ভীক কন্ঠে বলে সত্য কথা!
সত্য জাহির যতই কর তুমি
যুক্তিতর্ক আর গুগল নেট ঘেঁটে,
রাষ্ট্র শক্তি মোটেই ভীত নয়!
মাওবাদী ছাপ মেরে,বিচ্ছিন্নতাবাদী বলে
এক মুহূর্তেই নিবে আপনার মাথা কেটে.....
তুমি মানো আর নাই মানো হে
দেশটা আমাদের গণতান্ত্রিকইই বটে।
যে দেশে বেঁচে থাকার অধিকার নাই
নেই খাদ্য,শিক্ষা,স্বাস্থের চিকিৎসা....
সর্বোপরি বাক্ স্বাধীনতার অধিকার,
গণতন্ত্র আছে শুধু মুখের কথায়,
আর আছে সংবিধানের শুকনো পাতায়।
বাস্তবের মাটিতে নেই গনতন্ত্রের ছিঁটে ফোটা!
দেশের টাটা -বিড়লা -আম্বানিদের সাথে
কালাহান্ডির কঙ্কালসার মানুষ গুলো
কি সমান অধিকার ভোগ করে?
দিনের পর দিন অনাহারে অভুক্ত থেকে
খাদ্যের অভাবে মানুষের মৃত্যু মিছিল ঘটে...
তুমি মানো আর নাই মানো হে
দেশটা আমাদের গণতান্ত্রিকই বটে।
দেশের সংবিধান মতে.....
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর নেতা মন্ত্রীর
পাশাপাশি গ্রামের ভিখারিনী দুখি
সমান সমান অধিকার পাই,
কিন্তু বাস্তবে অধিকারের চিহ্নমাত্র নাই!
গরিবের অধিকার আজ নেতা মন্ত্রীরা নিছে চুষে,
শোষকের স্বার্থরক্ষা করতে গিয়ে দেখ,
সরকার সংগঠিত গুন্ডা বাহিনী রাখে পুষে।
কখনো শুনতে রাজি নয়,বিরুদ্ধ স্বর
নেতা মন্ত্রী রা আজ হয়েছে নরাধম।
দেখ,শোষনের শিকার আপামরজনসাধারণ,
তাদের একটাই পরিচয় কুলি মজুর মুটে......
তুমি মানো আর নাই মানো হে
দেশটা আমাদের গণতান্ত্রিকই বটে।
যুদ্ধ যারা করে না ভাই
যুদ্ধ খেলায় তারাই নামতে চাই।
যারা সৈনিক, যুদ্ধের ময়দানে লড়ে
তারা কি স্বেচ্ছায় মারণযজ্ঞে মরে!
শিল্পপতিরা সরকারকে যেভাবে নাচাই
নেতা মন্ত্রিরা লেজ নেড়ে সেভাবেই নাচে।
এমন আন্দোলন করা যাবেক নাই,
যাতে প্রাণপ্রিয় ধনকুবেররা যায় চটে...
তুমি মানো আর নাই মানো হে
দেশটা আমাদের গণতান্ত্রিকই বটে।
কোনোকথা মিথ্যে বলিনি ভাই
খেটে খাওয়া শ্রমজীবী, সংখ্যাগুরু জনগনের সাথে,
নেতা মন্ত্রি,শিল্পপতি দের ধনদৌলত
আকাশপাতাল অসাম্যের ব্যবধান প্রতি মুহূর্তে ঘটে...
তুমি মানো আর নাই মানো হে...
দেশটা আমাদের গণতান্ত্রিকই বটে।
০১/০৩/২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন