জনগণের রক্ত চুষে, জন্মেছে আগাছা,
গোবরজীবি অকালকুষ্মাণ্ড তারা।
হেসো না, বন্ধু----
গোবরে যায় দেশপ্রেমিক চেনা।
রণে ,বনে ,জলে জঙ্গলে
কোথাও যদি গোবরের পাও সন্ধান,
উল্টে পাল্টে দেখ বারবার,
ভাগ্য দেবী যদি প্রসন্ন থাকে,
মিললে মিলতেও পারে সোনা।
গোবরের যে কি গুণ ?
কি করে বোঝাব তোমায়?
কলগেট ব্রাশ ছুঁড়ে ফেলে দাও ডাস্টবিনে,
সকাল বিকাল গোবরে দাঁত মাজো,
অনেক উপকার আছে তাতে,
এইমাত্র একবন্ধু সুখবরটা দিলো আমায় ।
আসুন, দুই হাত তুলে কীর্তন করি,
গাহি গো মূত্রের গুণগান,
ভারত আবার নোবেল প্রাইজ পাবে,
গো মূত্রে পেয়েছে সোনার সন্ধান।
মেয়েদের মুখে হাসিখুশি ভাব ,
যাক্ এবার বাঁচা গেল,
কমবে অলঙ্কারের চড়া দাম ।
গোবরজীবি গো বিজ্ঞানীরা অমর,
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে
লিখা থাকবে তাদের নাম(?)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন