আমি মানুষ, আমার ধর্ম মানবতা,
----এটাই হোক সমস্ত মানুষের পরিচয়,
হিংসা, বিদ্বেষ, খুন ,সন্ত্রাস
ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি
ধ্বংসাত্মক দাঙ্গা, কখনোই কাম্য নয় ।
আমার বাংলা, সোনার বাংলা,
যে মাটিতে জন্মেছে রবীন্দ্রনাথ ও নজরুল ।
সেই সোনার বাঙালার মাটিতে হিংসার আগুন,
দাঙ্গাবাজেরা মানুষকে বোঝায় সবসময়ই ভুল।
চেয়ে দেখ রে কুলাঙ্গার দাঙ্গাবাজেরা,
মানুষই উপড়ে ফেলবে তোদের ঐ বিষ নখ দাঁত ।
একত্রিত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা
আজ মিলিয়েছে পরস্পরে হাত।
ধর্মের নামে সংকীর্ণতার রাজনীতি,
সমাজের বিষবাষ্পের ফল,
সচেতন মানুষই একদিন
ধর্মকে ছুঁড়ে ফেলে করবে বিকল।
এসো, সবাই আজ শপথ গ্রহণ করি,
জাতি - ধর্ম, বর্ণ সব ভুলে,
এই সোনার বাংলায় থাকবো মোরা,
ভাইয়ের মতো পাশাপাশি মিলে ।
07 / 07 / 2017
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন