শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ধর্ম নিরপেক্ষতা


ধর্ম নিরপেক্ষতার বৃক্ষটি 
আজ বড়ই নড়বড়ে।
গুটি কয়েক নেংটি ইদুর
 রাত দিন জাগ্রত, 
নব কিশলয়ে বসন্ত আসে না, 
দু চোখে স্বার্থপর ঠুলি।
বন্যায় দুকূল ছাপিয়ে গেছে
প্রান পনে দিই বলির বাঁধ।
বুনো জলের তোড়ে
ধর্ম নিরপেক্ষতা আজ অসহায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন