মানুষ এখন আর মানুষ নয়,
ধর্মের বিষাক্ত গ্যাসে নিমজ্জমান,
বিবেক ,বুদ্ধি, বন্দী হয়ে আছে,
মৌলবাদী পাষণ্ডদের মুষ্টিমেয় হাতে।
মানবতা ধর্ষিতা হতে হতে
মানুষ হারিয়ে ফেলে অর্জিত মান, অপমান ,সন্মান।
অভ্রভেদী হুঙ্কারে কম্পিত ধরণীতল,
অস্ত্রের বিদ্যুৎ ঝলকানি ইঙ্গিত পাঠায়,
মানুষ এখন আর মানুষ নয়,
আমার এখন ধর্মের অন্ধভক্ত দল।
আমরা তুলছি, ধর্মের বিজয় কেতন,
বিধর্মীদের মুণ্ডুহীন নিথর দেহে,
বিশ্ববাসীকে প্রকাশ্যেই দেখিয়ে দিই,
আমাদের দেশ কুসংস্কারে কতটা এগিয়ে।
মানুষ এখন আর মানুষ নয়,
চাপা পড়ে গেছে,
ধর্মের গোলকধাঁধার যাঁতাকলে।
উগ্র মৌলবাদী ধর্মীয় সংগঠনের ভয়ে,
মানবাধিকার কর্পূরের মতো উবে যায়,
চুপিচুপি, চার দেওয়ালের অন্ধকারে।
কাল নাগিনীর লিক, লিক জিহ্বা,
নিঃশ্বাস প্রশ্বাসে তাজা বিষ ঢালে,
বিষের জ্বালায় ছটফট করতে করতে,
এক এক করে মানুষ মরে।
ধর্ম এখন হিংসা, বিদ্বেষ,গন উদ্দামতা,
সন্তানের লাশ দেখে কাঁদে অসহায় মাতা।
মানুষের কান্ডকারখানা দেখে,
এখন বনের পশুর হাসি পায়,
ভাবে--এই মানুষগুলো আবার পশুর দলেই ফিরবে,
সে দিন আর বেশী দূরে নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন