শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

পূজো আসছে



পূজো আসছে,পূজো আসছে,
    আনন্দের সীমা আর নাই,
     কেউ কি ভেবে দেখি?
যাদের একমুটো চালের জন্য,
উনুনের হাঁড়ির জল শুঁকিয়ে যায়,
  কত মানুষ অভুক্ত থাকে ?
      নিরম্বু  উপবাসে দিন কাটায় ?

যারা শরীরের রক্ত জল করে,
     মাঠে সোনার ফসল ফলায়,
         তবু দিনে একপেট খাওয়ার জোটে না।
পুজোর আনন্দ তাদের স্বপ্ন,বিলাসিতা মাত্র,
এদের কথা আমরা কেউ ভাবি না।
             আমরা এতোই নির্দয়!
পূজোর আনন্দে সবাই মাতোহারা,
  তাদের দু:খে কাঁদে না মোদের  হৃদয়।

আমরা মানুষ, তারাও মানুষ,
   রক্ত, মাংসে গড়া  একই শরীর,
পূজোর আনন্দে আমরা
  হাজার,হাজার টাকা উড়িয়ে দিই।
     তবুও কোনদিন  দিইনি তাদের হাতে
         আমার পকেটের একটিও  টাকা।
নতুন নতুন জামা কাপড়ে
   আমাদের ঘর ভরে যায়,
কিন্তু  তাদের লজ্জা নিবারনের
            ছেঁড়া কাপড় টুকুও জোটে নাই।
অনাবৃত,কঙ্কালসার শরীরটা
থাকে না ,পূজোর আনন্দের দিনেও ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন