শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মূল্যবোধের মুখোমুখি দাঁড়িয়ে

ভোগবাদের সাথে সমানতালে পাল্লা দিয়ে মানুষের সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের দিকে ক্রমশঃ ধাবমান। মানুষের গগনচুম্বী লোভের কাছে মানবতা বারে বারে পরাজিত। দয়া, মায়া সাহায্য-সহযোগিতা সহানুভূতি সহমর্মিতা ইত্যাদি কোমল অনুভূতি গুলি ধীরে ধীরে লুপ্তপ্রায়।মানুষ পশুর মতো হিংস্র হয়ে উঠছে। আক্রমনমুখি হয়ে উঠছে। নিজের বিবেক বন্ধক দিয়ে মানুষ অন্যায় কাজে নিমগ্ন।
এই E book এর কিছু কিছু কবিতা বছর দুয়েক আগের লেখা। ছেঁড়া খাতার মধ্যে বন্দি হয়ে ঘুমিয়ে ছিল।তাই এই E-Book তৈরি করে কবিতাগুলোর নিদ্রা ভঙ্গ করিলাম। এই e-book এর কবিতাগুলি কোনো পাঠক পড়ার পর যদি তার মনে বিন্দুমাত্র ভালো লাগে এবং সমাজ সচেতনার বিন্দুমাত্র আভাস পরিলক্ষিত হয়। তবেই আমার এই কঠিন পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।



কাব্যগ্রন্থ : মূল্যবোধের মুখোমুখি দাঁড়িয়ে
লেখক : জামাল আনসারী
এই কাব্যগ্রন্থের pdf ডাউনলোড করতে নীচের
 লিঙ্কে ক্লিক করুন👇

মূল্যবোধের মুখোমুখি দাঁড়িয়ে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন