শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

সৎ পথে চলা


সত্যি কথা বলা,  আর সৎ পথে চলা, 
কখনই নিষ্কণ্টক নয়।
দুর্গম গিরি, বন্ধুর পথ, 
মিথ্যাচার, সত্যের অপলাপ,  
ধর্মের ষাঁড়দের চোখ রাঙানো, 
নির্ভীক সত্য সন্ধানীরা সর্বদাই পথভ্রষ্ট হয়।

ধর্মের মায়াজাল, কর্মদোষের ভয়ঙ্কর ফল, 
মানুষকে অষ্টে পৃষ্টে বাঁধতে চাই, 
জন্মান্তরবাদ নামক লোভীদের বানানো মিথ্যে কল।
আরো কত আছে সমাজে পথপ্রদর্শক ,
গুরুবাবা,পিরবাবা, নানা বাবা অভিধায়।
যারা স্বঘোষিত, স্বমহিমায় বিরাজমান ।
অসাম্যের সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতে, 
ধর্ম ভীরু মানুষকে করে নানা ফরমান। 

গুরু বাক্য সুবাক্য, কুবাক্য নয়, 
গুরুবাদের পাতা ফাঁদে ,
গরীব মানুষগুলো সর্বশান্তই হয়।

সত্যি কথা বললে পরে, 
এখন আবার শত্রু বৃদ্ধি পায়, 
অন্যায়ের প্রতিবাদ করতে পারে,
এমন নির্ভীক বুকের পাটা নাই।
সত্যি কথা বলা, আর সৎ পথে চলা, 
জীবনের  সবচেয়ে জটিলতম কাজ, 
"যে দেশে দুর্নীতি সর্বগ্রাসী,সর্বব্যাপী, 
সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বাস"...
সে দেশে সৎ পথে চলা, বড়ই কঠিন কাজ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন