শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ধার্মিক vs অধার্মিক



ধার্মিকের চেয়ে অধার্মিক শতগুনে ভালো। 
অন্ধকার দূর করে তারাই এনেছে আলো।।

জগতের যা ভালো সৃষ্টি ,অধার্মিকের দান।
মারামারি,কাটাকাটি ধার্মিকদের  অবদান।।

মন্দির গড়ে ধার্মিক, মন্দির ভাঙে ধার্মিক।
মসজিদ গড়ে ধার্মিক,মসজিদ ভাঙে ধার্মিক।।

তবুও ধার্মিকরাই সমাজের চোখে,হিরো- মহান।
মারামারি, ভাঙ্গভঙ্গিতে নেই,তারাই বেঈমান।।

ধর্মই মানুষকে উঁচুজাত নিচুজাতে ভাগ করে।
ধর্মের কারণেই দেখ,হাজার হাজার মানুষ মরে।।

দাঙ্গাবাজ দাঙ্গা করে,নিজের ধর্ম করে চাঙ্গা।
লাশের উপর রাজনীতি, পকেট ভরে রাঙ্গা।

ধর্মের আফিম যে খেয়েছে,সেই বনেছে ভেড়া।
কেউ দাড়ি,কেউ টিকি, কেউ হয়েছে ন্যাড়া।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন