বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

খেয়ালখুশির দশটি গল্প


কবি সুভাষ মুখোপাধ্যায়ের লিখেছেন, "ফুল ফুটুক  নাই ফুটুক আজ বসন্ত"  ।তুমি কিছু কাজ কর আর নাই কর।তোমার জন্য ঘড়ির কাঁটা থেমে থাকে না। সময় খরস্রোতা নদীর স্রোতের মতোই ধাবমান। কারও জন্য বিন্দুমাত্র সে অপেক্ষা করে না। 

সেই ব্যস্ততার মাঝে আমার যখন খেয়াল হয়েছে আজ একটি গল্প লিখি। তখনই আমি কোনো বিষয় নিয়ে একটা গল্প লেখার চেষ্টা করছি। যখন আমার ইচ্ছে হয়েছে, কিছু লিখেছি। 

সেই খেয়েলের বসে যে সব গল্প লিখেছি। সেগুলি আজ onlline ebook রূপে " খেয়ালখুশির দশটি গল্প" নাম দিয়ে পাঠকের জন্য উন্মুক্ত করে দিলাম।


গল্পগ্রন্থ: খেয়ালখুশির দশটি গল্প
লেখক: জামাল আনসারী
এই গল্পগ্রন্থটি ডাউনলোড করতে নিচের
 লিঙ্কটি খুলুন👇



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন