বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

আইসক্রিম

"দাদা ও দাদা ,দুটো টাকা দাও না!
দাদা ,দুটো টাকা দাও না! আইসক্রিম খাব।"
মেয়েটির কাতর অনুরোধ নদীর ঢেউর মতো আছড়ে পড়ছে,চলন্ত পুরুলিটা এক্সপ্রেস ট্রেনের গোটা কামড়াটাই।
আমার পাশের সিটে বসে খবরের কাগজ পড়তে থাকা ভদ্রলোকটি চশমার ফাঁক দিয়ে একবার  দেখে নিল সেই মেয়েটির আপাদমস্তক। বয়স আট কি নয় হবে।
জীর্ন দেহ,যেন বহু যুগ ধরে ক্ষুধার্ত, মাথার এলোকেশী রুক্ষ চুলগুলো সামান্য একটু তেলের অভাবে কেমন যেন জটা জটা, হাতে একটা ফুটো থালা।তাতে দু চার টাকা খুচরো।
আবার মেয়েটির সকরুণ আবেদন...
"দাদা,ও দাদা, দুটো টাকা দাও না!
দাদা,দুটো টাকা আমায় দাও না! আইসক্রিম খাব.....
মেয়েটির কাতর অনুনয়টি যেন ঐ ভদ্রলোকটির  কর্ন মূলে গরম তেলের মতো প্রবেশ করল।
হাতের খবরের কাগজটা তাড়াতাড়ি নামিয়ে বড়ো বড়ো চোখ করে গজগজ করে বলে উঠল .....
"দুটো টাকা দাও...আইসক্রিম খাব.....চল,এখান থেকে চল।.....আইসক্রিম খাব। ।....তোদের বিষও জোটে না!
আমার মনে দোলা দিয়ে যায়,দুটো টাকার জন্য কত মানুষ লাঞ্ছিত হয়! ভদ্রলোক টির  কথার কোন উত্তর না দিয়ে মেয়েটি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দুটো টাকা চাইতে চাইতে গেটের কাছে চলে যায়।
সাধারণ মানুষ বহু টাকা কাজে অকাজে ব্যয় করে।কিন্তু যে দুটো টাকা  ভিক্ষে চাই,সেই ভিখারিকে দান করতে মন চাই না। কি বিচিত্র আমাদের এই ভারতবর্ষ! আমাদেরই দানে মন্দিরের প্রনামি বাক্স উপচে পড়ে! কিন্তু ক্ষুধার্ত মানুষ খেতেও পায় না।
কোন দিক থেকে কালবৈশাখী ঝড়ের বেগে দুটো যমদূত, থুড়ি আর পি এফ পুলিশ এসে মেয়েটির কাছে হাজির ।এ কি কান্ড! ছোট্ট মেয়েটাকে ধরে গলাধাক্কা দিতে দিতে এক পুলিশ ধমকের সুরে বলে,কতবার বলেছি না,....এক্সপ্রেস ট্রেনে উঠবি না।কথা কানেই ঢুকে না। .....এরপর যদি ট্রেনে দেখি.....মেরে তোর দুটা .....ঠ্যাং ভেঙে দিব। 
ধাক্কা সামলে ছোট্ট মেয়েটি করুন দৃষ্টিতে বলে,বাবু,আমরা খাব কি? ভিক্ষে না করলে আমাদের কেউ খেতে দেয় না বাবু।
কিন্তু কেই বা শুনে একজন ভিখারির কাতর অনুরোধ!
এক পুলিশকর্মী মেয়েটির চুলেই মুঠি ধরে
দু চার বার থাপ্পড় দিতেই মেয়েটির হাতের থালাটা পড়ে যায়।খুচরো পয়সা গুলি ট্রেনের সিটের নিচে  নিশ্চিন্তে আশ্রয় নেয়।
ট্রেনটা স্টেশনে একটু থামতেই মেয়েটিকে টেনে হিঁচড়ে তারা প্লাটফর্মে নামিয়ে দেয়।জানালার ফাঁকে দেখি,মেয়েটির দু চোখ থেকেই অবিরাম ভাবে জল গড়িয়ে পড়ছে.....।সেই জল থেকেই কি আইসক্রিম তৈরি হয়??


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন