শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ধর্মের নামে ভন্ডামি



ধর্মের বেড়াজালে বন্দী আমরা
কোনো অদৃশ্য শক্তির কাছে হাত,পা বাঁধা,
লোভের বশে,মানবতার গায়ে ছুঁড়ছি কাদা।

চোখের পর্দা খুলে দেখো,সকল বন্ধু, বান্ধব,স্বজন,
ধর্মের নামাবলী জড়িয়ে সর্বাঙ্গে,
যত স্বার্থান্বেষী  মানুষের দল,
দিনের মাঝে ডাকাতি করেই,
তাদের পাহাড় প্রমান জমেছে ধন সম্পদ।
ঈশ্বরাদেশ, ধর্মের নামে চলে মুনাফা অর্জন।

ছিঃ  লজ্জা করে না তোমাদের,
'জীবকে ঠকিয়ে শিব সেবা'-----
মনুষ্যত্বহীন, বিবেকও দিয়েছ বিসর্জন!
কুসংস্কারে নিক্ষেপ করে মিটাও---
তোমার অতৃপ্ত টাকার পিপাসিত  মন।
শুন ভাই,
মোল্লা,পান্ডা,পুরুতঠাকুর আর কাজী,
জগতের যতসব সুবিধাভোগী দল,
মানুষে সাথে মানুষে ভুল বুঝিয়ে,
কৃত্রিমভাবে বিভেদের প্রাচীর  তুলে,
'মাছ ধরতে নামে ঘোলা জলে'------
তারা ধর্মের ষাঁড়,মানবতাকে পাশ কাটিয়ে চলে।

ঈশ্বরের নামে, ধর্মের নামে,"পেটপূজা"
বিশ্বের কোন ধর্মের কথা?
ভেবে দেখেছ কি বন্ধু___
জন্ম থেকে মৃত্যু,এদের পঞ্জিকাতে আছে লিখা।

ঘন দুর্যোগকালের মুখোমুখি আমরা,
তারই অশনিসংকেত  মারছে উঁকি,
ধর্মকে জড়িয়ে ধরে, অর্থ পিশাচের দল,
উচ্চস্বরে চীৎকারে করছে রেষারেষি।
ধর্ম ব্যবসাই  বড়ো ব্যবসা ভাই,
প্রকাশ্যে,অপ্রকাশ্যে,চলে খুন,ধর্ষন,কাটাকাটি।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা,
এখন মানব সভ্যতার বিপরীতে হাঁটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন