শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

যুদ্ধ নয়,শান্তি চাই


যুদ্ধ চাই না,শান্তিই চাই,
যুদ্ধের বিভীষিকাময়  পরিণতি 
সজ্ঞানে জেনে বুঝেও
যুদ্ধ, যুদ্ধ, মারণযজ্ঞ শুরু হয়।
কোটি কোটি  নিরন্ন মানুষের মুখের গ্রাস কেড়ে
রক্তের হোলী খেলায় মেতে ওঠে----
পৈশাচিক আনন্দে স্বার্থান্বেষী রাজনীতি।
কেনা হয় -------ব্রক্ষ্মাস্ত্র,মারণাস্ত্র,
মানুষের মঙ্গল কামনায়!
মানুষকেই মারার জন্য।
যুদ্ধ মানবতার বিরোধী
তাই,যুদ্ধের মারণযজ্ঞ  বন্ধ হোক।
যুদ্ধবাজরা নিপাত যাক।
যুদ্ধ চাই না, শান্তি চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন