শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

কবিতা আক্রান্ত


মহান কবিতা দিবসে কবিতা আক্রান্ত ,
   কবি শ্রীজাত এর হলো এফ. আই. আর।
    তোমরা কি সখের কবি ?
           হাত গুটিয়ে বসে আছ ।
এখনই জানাও কবিতার তীব্র প্রতিবাদ ।
       কলম চুষে চুষে ভাবছ ,ভালোই আছি, 
বন্ধু,  এরকম হতে পারে তোমার - আমার ।
'সাহিত্য যদি সমাজের দর্পণ'
    সমাজের প্রতিচ্ছবি তাতে ধরা পড়বেই ।
           ধর্মের কদর্য রূপ কেন বাদ যাবে ?
কবি তুমি কি কাপুরুষদের ভয়ে ভীত ?
     লিখে যাও ঘুন ধরা সমাজের
            অবক্ষয়ের প্রতিচ্ছবি সত্য আছে যত ।

এই নপুংসকের দল শক্তিশালী সূর্যকে
        আবার কি পৃথিবীর চারিদিকে ঘোরাবে?
মানব সভ্যতার ইতিহাসের চাকাকে,
    এরা নিয়ে যেতে চাই,আদিম যুগের পশুস্তরে।

এই কাপুরুষদের জন্য আমরা হারিয়েছি, 
মহান বিজ্ঞানী গ্যালিলিও, কোপার নিকাস
এখনই সময় বুঝে নাও, পুরনো সব হিসাব ।
হাজার কলম একসাথে  গর্জে উঠলে তবে,
 কাপুরুষের দল পালাবে লেজ গুটিয়ে সবে।

22 / 03 / 2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন