শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

গণতন্ত্র


গণতন্ত্রের কফিনে শেষ পেরেক!
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সোয়ারী দুর্নীতিপরায়ণ দলতন্ত্র।
রথে চলেছে গুটিকয়ের সমাজবিরোধী,গরু ,গাধা!
গণতন্ত্র? কিসের গণতন্ত্র? কাদের গণতন্ত্র?
না। গণতন্ত্র আর এদেশে নেই।
গুন্ডাতন্ত্রের হাতেই এখন গণতন্ত্র বাঁধা।

ভোটের নামে চলছে লুটপাট,বছর বছর ধরে,
'জোর যার মুলক তার' ....
এটাই এখন দেশের গণতন্ত্র।

ভোট এখন মহোৎসব! মহান গণতন্ত্রের মেলা।
আদা জল খেয়ে নেমে নেতারা,
পায়ে ধরতেও করেনা অবহেলা।
একবার যদি নির্বাচনে জিতে যায় সেই নেতা,
আগামী পাঁচ বছর দেখাবে ,
হরির লুট, শোষণ করার নিত্য নতুন খেলা।

গণতন্ত্র এখন শিল্পপতিদের বুক পকেটে বন্দি।
বেঈমান, নেতা,মন্ত্রীরা গোপনে গোপনে,
জনগণকে ধোকা দিয়ে,কোটি কোটি কালো টাকায়
গণতন্ত্রকে বেচে দিয়েই দুর্নীতির সাথে করছে সন্ধি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন