শনিবার, ১ আগস্ট, ২০২০

মেরা ভারত মহান



ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ
সকলের সমান আধিকারে,
একথা শুনে পাগলেরও হাসি পাই,
কালো টাকার ঝাপসা অন্ধকারে।
সন্তানের মতো পালন করে যারা জমি
সেই কৃষাণ দের ঋণে ডুবিয়ে মেরে,
বিজয়মাল্য, নীরব-ললিত মোদীদের
জামাই আদরে সরকার দেয় ছেড়ে।

ভন্ড যারা,কালোবাজারির ব্যবসায়ী
তাঁরায় কিন্তু ভাই, দেখো সরকার গড়ে,
বৃদ্ধ,বৃদ্ধা,প্রতিবন্ধীরা টাকার অভাবে
ব্যাঙ্কের লাইনে রৌদ্রে দাঁড়িয়ে মরে।

"উত্তরপ্রদেশের দেবরাজ সিং'' মেয়ের বিয়েতে
ব্যাঙ্কের দরজায় হন্যে হয়ে ঘুরে,
"বিজেপি নেতা,জনার্দন রেড্ডি", মেয়ের বিয়েতে
বাতিল নোটে পাঁচশো কোটি টাকা খরচ করে।
দেশ বিদেশে উড়ছে কালো টাকা
এন,জি,ও আর মন্দিরের দান ফান্ডে।
ভারতে গরীব মানুষের মৃত্যু মিছিল
গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রির কান্ডে।

কালো টাকা উদ্ধার হোক----
দেশের সব মানুষের মুখের কথা,
সুইস ব্যাঙ্কের কালো টাকা উদ্ধারে
নেতা মন্ত্রীদের কেনো নেই মাথা ব্যথা?
"চোরে চোরে মাসতুতো ভাই"
সুবিধাবাদী রাজনীতির গেঁড়াকলে,
গরীবলোকের জীবন নিয়ে সরকার
ছিনিমিনি খেলেই চলেছে তলে তলে।

১৭/১১/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন