শীতের দিনে
By জামাল আনসারী
শিতের দিনে শিশিরবিন্দু জমে,
কংক্রিটের রাজপথের দুই ধারে,
নি:স্তব্দ রাত্রির অন্ধকারে,
অনাবৃত হৃদয়ের জানালায়।
তাই উত্তাপের প্রয়োজনে---
গরম কাপড়ের চারদিকেই ছড়াছড়ি।
টাকার উপরে কি শীত পড়ে?
এক টুকরো রৌদ্রের অপেক্ষায়
বিনিদ্র রজনী কাটায়
লক্ষ,লক্ষ ফুটপাথ বাসী।
স্যাঁতস্যাঁতে ঝুপড়ি ঘরে বন্দি থাকতে থাকতে
জীবনের রঙিন স্বপ্ন গুলো ---
কেমন যেন হিম শীতল হয়ে যায়।
শীতের দিনে চাতক পাখির মতো
রৌদ্রের তৃষ্ণাতুর,
প্রতিটি রাত্রি কাটে।
দেশে শীতবস্ত্রের কৃত্রিম অভাবে
স্যাঁতসেঁতে ঘরে ঠাণ্ডাভাব বাড়তেই থাকে,
গ্রাম থেকে গ্রামান্তরে।
হে মুক্তিদাতা সূর্য---তুমি উদিত হও
আমাদের স্যাঁতস্যাঁতে ছোট ছোট ঝুপড়ি ঘরে।
★★★★★★★★★★★★★★★★★★
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন