হৃদয়ে যে আগুন জ্বলছে
By জামাল আনসারী
দূরে দূরে এককি দাঁড়িয়ে ,
তুমি এমন করে কি দেখছ ?
বৃষ্টির আঘাতে গাছের পাতা নড়ে,
কচি কচি পাতা আলাপ জমায়।
তবুও তোমার চোখের পাতা এক হয় না কেন?
তুমি কি চাও?
এ যুগে না চাইলে কিছুই পাওয়া না,
তাই না?
শিশুরা না কাঁদলে
কি মায়ের দুধ পাই ?
আমার ক্ষুধার্ত হৃদয়ে পাত কান
শুনতে পাবে, হাজার বছরের অতৃপ্তীর গান।
হৃদয়াকাশ জুড়ে ঘন মেঘের ঘনঘটা,
এখনি বৃষ্টি হবে শুরু ,
তুমি কি শুনতে পাও না ?
মেঘের গর্জন,করে গুরু গুরু,
তুমি অমন করে আর দূরে থাক না ?
কাছে এসো,পাশে এসো,
একটু বৃষ্টিতে খেলা করি,
বৃষ্টির জলে ভিজে, বৃষ্টির স্বাদ গ্রহণ করি ।
তবুও কোন সাড়া পাওয়া যায় না ।
চুপ চাপ, চারিদিকে নিস্তব্ধ,
এক পশলা বৃষ্টিতে সব কিছু ভিজিয়ে দিয়ে যায়।
কিছুক্ষণ পরে শুনে পাই সুমিষ্ট ডাক...
তুমি কি মিষ্টি জল করেছ পান?
যে মিষ্টি জল সুপিরিয়র হ্রদের জলকে করে ম্লান ।
যদি অভুক্ত থাকো,
তাহলে চলে এসো নির্ভয়ে.....
আমরা সুপিরিয়র হ্রদের জলে নির্ভয়ে খেলা করি,
আমাদের অতৃপ্ত হৃদয়ে যে আগুন জ্বলছে,
বৃষ্টির জলে, মিষ্টি জলে ভিজে,
ক্ষুধার্ত হৃদয়ের আগুনকে নিভিয়ে ঠান্ডা করি।
..........সমাপ্ত.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন