বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

অতৃপ্ত ভগ্ন হৃদয়ে

 অতৃপ্ত ভগ্ন হৃদয়ে

by জামাল আনসারী

আশালতা,  তোমাকে ভালবেসে
  হৃদয়ে স্থান দিয়ে, আমি কী পেলাম ।
     বুকের অনল জ্বলে ধিক ধিক,
        স্বপ্ন গুলো আজ বেশ ধোঁয়াটে,
ধূপের মতো নীরবে নিঃশেষ হয়ে গেলাম।

কতবার ছুটে গেছি তোমার সুমিষ্ট ডাকে ।
  শিশিরের শব্দে ঘুম ভেঙে যায়,
      কচি ঘাসে ঘাসে পা মেলি,
          স্বপ্নের পাখায় ভর করে
নির্জনে হাত টি রাখি তোমার হাতে।

বৃষ্টিবাদল দিনে সোঁদা মাটির গন্ধে
     হেঁটে চলেছি গোপন অভিসারে,
  প্রাণ খুলে তোমায় ভালোবাসি ।
মনে মনে ভাবি একান্ত আপন জন ।
   আশালতা,  আমাকে উপেক্ষা করো,
    আজ আমি বুঝতে পারি সব. ..
শুধুই ছলনা,  তুমি করো অভিনয় ।

আশালতা,  তোমাকে ভালবেসে
    হৃদয়ে জমা হলো হিমালয় সম অভিমান,
কিন্তু , আজ তুমি না ভালোবাসলেও
       আমার এই অতৃপ্ত ভগ্ন হৃদয়ে
লিখা থাকবে ছোট্ট করে তোমারই নাম ।

#জামাল আনসারী
08 / 03 / 2017

জামাল আনসারী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন