বুধবার, ৫ আগস্ট, ২০২০

হে অগ্রদূত

হে অগ্রদূত

হে অগ্রদূত, আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত
দিকভ্রান্ত এক সৈনিক।
চেয়ে দেখ-- ধ্বংসের পথে ক্ষুধিত পৃথিবী,
অন্ধকারাচ্ছন্নে নিমজ্জমান।
চারদিকে পিপাসিত দৃষ্টি,
রক্তলোলুপ দানবের অত্যাচারে,
ক্ষয়িষ্ণু, সংকীর্ণ তব চলার পথ।
হে অগ্রদূত, উদ্দাম বেগে এগিয়ে যাও---
আলোর মশাল হাতে।
জ্ঞানের আলো,শিক্ষার আলোর স্পর্শে
মুছে যাক---দারিদ্র্যতা,অপুষ্টি।
ধ্বংস হোক,ক্ষুধিত পৃথিবী।
জেগে উঠুক সুপ্তোত্থিত  আগ্নেয়গিরির মতো
মানব সভ্যতা।
পৃথিবীজুড়ে ধ্বনিত হোক মানবতার গান।
হে অগ্রদূত, এগিয়ে যাও,এগিয়ে যাও......

...............সমাপ্ত..............

জামাল আনসারী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন