মানুষ নেই কি আজ ধরাধামে?
চারদিকে আছে শুধু স্বার্থের রাজনীতি,
পার্টি,গোষ্ঠী,বর্ণ,জাতির হুঙ্কার।
আজও বিচারে বানী নির্ভৃতে কাঁদে,
শক্তিশালী ধর্ষকের আস্ফালনে-----
তাই জানতে খুব ইচ্ছে করে,
মানুষ নেই কি আজ ধরাধামে?
দেখিতে পাই,রোগাক্রান্ত মরণাপন্ন রোগীর
বেড নেই সরকারী হাসপাতালে,
তবুও বেড পাই,বড়োলোকের পোষা সারমেয়টি।
মানুষের মূল্যবোধ কি আজ এতোই নীচে?
তাই জানতে খুব ইচ্ছে করে,
মানুষ নেই কি আজ ধরাধামে?
আছে শুধু খেটেখাওয়া, শ্রমজীবী মানুষ গুলোকে
নিয়ে রাজনীতিবিদদের পাশাখেলা।
গরীবের বুকের উপরে পা দিয়ে রক্ত চোষে,
কালো টাকার মালিক হওয়া।
আজও নেতা,মন্ত্রীরা দেশের ধর্মনিরপেক্ষতাকে
পুতুলের মতো বাম হাতে নাচায়,
তাই জানতে খুব ইচ্ছে করে
মানুষ নেই কি আজ ধরাধামে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন