ফুলের রাজনীতি
By জামাল আনসারী
বঙ্গের ডাঙায় ফুটেছে দুটি ফুল, পদ্ম আর ঘাস।
এই ফুলের সুগন্ধে আমজনতার উঠছে নাভিশ্বাস।।
কোন ফুল ছোট আবার কোনটা একটু বড়োসড়ো।
ফুলের রাজনীতিতে রাজ্যবাসী ভয়েই জড়োসড়ো।।
ছোট ফুলের নাম শুনলেই বড়ো ফুলের গাত্রজ্বালা হয়।
চোখ বন্ধ করলেও দেখছে রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন।।
বড়ো ফুলটাও নাকি ভাল নয়, গায়ে সাম্প্রদায়িক গন্ধ!
বাম-রাম- অতিবাম, ফুলের রাজনীতিতে লাগিয়েছে দ্বন্দ্ব।।
রাজ্যের কোথাও চলছে গোলাগুলি,কোথাও পড়ছে লাশ।
দুই ফুল মিলেমিশেই রাজ্যবাসীকে দিচ্ছে আচুলা বাঁশ।।
..........সমাপ্ত........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন