মণিপুরের লৌহমানবী ইরম শর্মিলা চানু
বিধানসভা নির্বাচনে 90টি ভোট পেল ।
জনগণের জন্য যার জীবনটাই উৎসর্গ ,
দীর্ঘ 16 বছরের অনশন কি মাঠে মারা গেল?
বিশ্ব মানবতার মূর্ত প্রতীক,
এক ডাকে ,যাকে গোটা পৃথিবী চেনে ,
তার শোচনীয় পরাজয় কি গনতন্ত্রের সাজে ?
নির্বাচন কি শুধু টাকার খেলা ?
ধর্মের নামে রাজনীতির সুড়সুড়ি ?
নেতারা কি সত্যিই ভোট কেনে ?
যিনি মহান, শান্তির জন্য বিশ্বের মানুষ,
সসম্মানে তাকে দেয় নানা পুরস্কার ।
যাদের ভালোবাসে, আপন ভেবে
দান করলো তার অমূল্য জীবন কাল ।
ধন্যি, দেশের মানুষের প্রতিদান ?
সংখ্যা গরিষ্ঠ মানুষ তাকেই করে প্রত্যাখান ।
দেশের গনতন্ত্র আদৌ কি জীবন্ত আছে?
না,নেই । যদি থাকে তবে.....
গনতন্ত্র বিত্তশালীদের হাতে বন্ধক রাখা আছে ।
ইরম শর্মিলা চানু দেশকে যা দিয়েছে,
দুর্নীতিতে হাবুডুবু যে নেতা, সে কি দিতে পারে ?
তবুও অর্থের কাছে, ধর্মীয় উদ্দামতার কাছে
দীর্ঘ 16 বছরের অনশনও হার মানে ।
এই পরাজয় ইরম শর্মিলা চানুর একার নয়,
এ পরাজয়, গনতন্ত্রের, বিশ্ব মানবতার,
সমাজের এগিয়ে থাকা মানুষের পরাজয় ।
গনতন্ত্রের আকাশে আজ উদিত ঘন কালো মেঘ,
ইরম শর্মিলা চানু হেরে গেলেও
শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা এগিয়ে এলে
একদিন না,একদিন হবে সত্যের জয় ।
13 / 03 / 2017
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন