শনিবার, ১ আগস্ট, ২০২০

দেশের আইন মাকড়সার জাল



আমাদের দেশের এক আজব কাণ্ড কারখানা, 
যারা শ্রমিকের টুঁটি চিঁপে হত্যা করে,
তাদেরকেই আমরা মাথায় তুলে নাচি, 
দু হাত তুলে কীর্তন করি, গাহি জয়গান-----
খাল কেটে নিজেরাই কুমির ছানা আনি।
নেতাদের কথায় উঠি, আবার বসি, 
হায়! কত না আমারা নির্বোধ? 
বাবুদের নির্দেশ মান্য করে চলি।

নেতাদের জন্য রাজকীয়, এলাহি ব্যাপার, 
সাথে আবার এয়ার কাণ্ডিশেন গাড়ি।
আমারা মাথার ঘাম পায়ে ফেলে
ফসল ফলায়,দেশের সভ্যতা গড়ি।
তবুও বাবুরা দেই না উপযুক্ত দাম।
সরকার জারি করে নতুন নতুন ফরমান----
গরীব কে মারার নিত্য নতুন ফন্দি ফিকির!
বন্ধু,সারা দেশে ছড়িয়ে আছে তার প্রমান ।

যারা এক মুঠো ভাতের জন্য চুরি করে,
তারা দেশের আইনে জেলে পচে মরে।
আর যারা গরীবের তাজা রক্ত চুষে,
দেশের কোটি কোটি টাকা চুরি করে, 
তারাই আবার দেশের সরকার গড়ে।
আমাদের দেশের আইন মাকড়সার জাল, 
সেই জালে রাঘর বোয়ালরা ধরা পড়ে না
চুনো পুঁটিরা সহজেই আটকে পড়ে।
বিজয়মাল্যরা জাল ছিঁড়ে বিদেশ পালায়,
তবে,মাকড়সার জাল সর্বহারাদের মারণ ফাঁদ।
গরীবের মাথায় হাত বুলিয়েই দেখো ভাই, 
 দেশের নেতা,মন্ত্রীরা পাই স্বর্গের স্বাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন