বুধবার, ৫ আগস্ট, ২০২০

জীবনের মূল্য

জীবনের মূল্য

By জামাল আনসারী

জীবনের মূল্য কি আছে ভাই?
কেনো করো হিংসা, বিদ্বেষ?
তুমি, আমি কেউই নয় অমর,
জীবনের রঙ্গমঞ্চে শুধুই অভিনয়।জীবনের মূল্য

আমার বাড়ি!আমার গাড়ি!
ক্ষণস্থায়ী,মহাকালের গর্ভে,
ব্যবহারেই তোমার পরিচয়,
ভালবাসা ছাড়া কি আছে মর্তে?

বৃথাই তুমি ব্যথা দাও মনে,
কি সুখ পাও অপরকে কাঁদিয়ে?
বোঝ না কেনো অবুঝ মনের কথা?
যদি পারো তো যাও হাসিয়ে।

জীবনের মূল্য কি আছে ভাই?
কেন করো মানুষকে অবহেলা!
আমিও থাকবো না তুমিও না,
এ জীবন যেন দু দিনের খেলা

★★★★★★★★★★★★★

জামাল আনসারী




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন