শনিবার, ১ আগস্ট, ২০২০

স্বাধীনতা


মহাধুমধামে পালিত হয় দেশের স্বাধীনতা,
আমরা সবাই স্বাধীন,আর নেইকো পরাধীনতা। 
তবুও কোথাও যেন লাগছে, একটু আধটু খেদ,
দেশের নেতা,মন্ত্রীরা এই নিয়েই বাড়ায় মেদ।
স্বাধীনতা যে কি জিনিস বুঝিব কেমনে?
কি যে তার মূল্য? এখন ভাবছি মনে মনে।
জীবন মরন পণ করে,লড়েছিল যারা,
তারা কি কিছু পেয়েছিল?--গিয়েছিল মারা।
বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন,
কিন্তু মনে প্রশ্ন জাগে আজ------
সত্যিই কি আমরা স্বাধীন?

আজও অত্যাচারী দাপিয়ে বেড়ায় ভারতভূমি,,
শোষিত মানুষের দু:খে অশ্রু ঝরায় ভারতজননী।
দেশের স্বাধিনতা লাভের যারা ছিল ঘোরতর বিরোধী,
যাদের সেবায় তুষ্ট হতেন স্বংয় বৃটিশ মহারথী।
তাদের মুখেই শোনা যায় এখন দেশপ্রেমী বুলি,
আমরা যে কেমন স্বাধীন? তাদের কথায় চলি।
স্বাধীনতা পায় নি আজও দেশের বুভুক্ষিত সমাজ,
অন্যায়,অত্যাচারে জর্জরিত, কোনঠাসা তারা আজ।
যে দিন দেশের শ্রমজীবী মানুষ থাকবে না কেউ অভুক্ত,
সেই দিনই হবে গণতান্ত্রিক ভারতের স্বাধীনতার মূল্য যথার্থ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন