বুধবার, ৫ আগস্ট, ২০২০

চোখের দেখা

চোখের দেখা

By জামাল আনসারী

একটি মেয়ে পড়ছে মনে,শুধু চোখের সামনে,
কেমন সে মেয়ে?
কি তার বর্ন?
কল্পনাতেই ফুটে ওঠে কাঁচা মনের আনন্দ।
তুমি কি পাগল?
ভালবাসার সুর তুলছ গোপনে?
কোথায় তার বাড়ি?
কি তার নাম?
কেন  তোলপাড় হয় আমার মনে মনে---
একটি মেয়েই পড়ছে মনে, শুধু চোখের সামনে।

যা চাই তা পায় না,
যা চাই না তাই পায়.......
এটাই কি বিধাতার লিখন?
যতই তোমায় দেখি আমি....
মন ভরে না দেখে,আরও দেখতে চাই।
হৃদয় বৃন্তে যে ফুল ফোটে,
তার কি গন্ধ বর্ন আছে?
প্রান ভোমরা  ঘুরে তবু গাছে গাছে।
কেন কিসের নেশার..?
একটি মেয়ে পড়ছে মনে,শুধু চোখের দেখায়।

আশার কানন থেকে যখন ফিরিয়েছ মন,
তবে কেন বৃথা আশা করো.....?
থাক না যতোই ভরা নদীর যৌবন।
আরে সেই মেয়ে তো অপরের গচ্ছিত ধন,
মিছে কেন আশা করো?
সেই মেয়ে কি কোনদিন আসবে জীবনে?
তবুও একটি মেয়ে পড়েছে মনে, চোখের সামনে।

★★★★★★★★★★★★★★★★★★★★

জামাল আনসারী




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন