মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

মা কালীর দিব্যি বলছি

 মা কালীর দিব্যি বলছি

By জামাল আনসারী

"বাবা,ও বাবা, ওঠো।" মদন কাকা ডাকতে এসেছে।
ছেলের ডাকে রবিবাবু ঘুম থেকে উঠে বিছানায় বসে চোখ কচলাতে কচলাতে কৌতূহলে জিজ্ঞাসা করলেন, "কোন মদন রে?"এতো সকালেই ডাকছে!
... "সেই মদন কাকা গো! যে আমার চাকুরিটা করে দেবে বলেছিল।" তাড়াতাড়ি ছেলেটি বলে ফেলে।

...ঘড়িটির দিকে তাকিয়ে রবিবাবু ফিক করে হেসে অন্যমনস্ক ভাবে বলল, "ও বুঝেছি। মদন চৌধুরী। আমাদের পঞ্চয়েত এর প্রধান। গত ইলেকশনে ভোটের সময় বলেছিল,ছেলের চাকুরী করে দেব। ভোটে জিতে আর কোনোদিন দেখা করেনি। আজ  সাত সকালেই এসেছে। তাহলে নিশ্চয় ভালো খবর আছে।  যাক এতদিনে ঈশ্বর মুখ তুলে চাইল।"

দেরি না করে ছেলেকে বলে পাঠালো ,"তোর মদন কাকাকে কাঠের পিঁড়িটাই বসতে দে। আমি এখুনি যাচ্ছি।"

রবি বাবু বিছানা ছেড়ে লুঙ্গিটা ভালো করে পরে, ঘর থেকে গলা খাঁকারী দিয়ে বেরুতেই মদন চৌধুরী কাঠের পিঁড়ি থেকে উঠে হাতজোড় করে বললেন, "নমস্কার! নমস্কার রবি দা। ভালো আছেন তো!

রবিবাবুও প্রতি নমস্কার জানিয়ে বলে, "তোমাদের দয়ায় ভালোই আছি।তবে ছেলের চাকুরী করে দেবে বলেছিলে, চাকরির ব্যবস্থা কি হয়েছে?"

..."না। না। রবি দা। এই বারে ভোটে জিতালেই তোমার ছেলেকে আগে চাকরি দেব।  মা কালীর দিব্যি বলছি.....


জামাল আনসারী
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন