বুধবার, ৫ আগস্ট, ২০২০

ক্ষুধার্ত


বন্দুকের নলেই জন্মে সন্ত্রাস,
সন্ত্রাসের ধংস বন্দুকের বাট।

রক্তেই লুকিয়ে আছে জীবন ,
কঙ্কালে জমা থাকে রক্তের দাগ।

তুমি ক্ষুধার্ত, বুলেট দাও পেটে,
ক্ষমা নেই,প্রাপ্য  অধিকারে,

পশুরাজ শিখেছে ঘাস খেতে,
বুকের অনল জ্বলছে নীরবে।

★★★★★★★★★★★★

Jamal ansary




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন