শনিবার, ১ আগস্ট, ২০২০

নায্য দাবী



দেশের রক্তচোষা,স্বৈরাচারী শাসকদের
চোখ রাঙানি সহ্য করতে করতে,
    শরীরের প্রতিটি কোষেই 
       তৈরি হয়েছে অ্যান্টিবডি। 
আমরা কারো ভয়ে ভীত নয়,
   যে রঙেরই থাকুক না সরকার। 
শাসকের চোখের উপর চোখ রেখে 
       নির্ভীক কন্ঠে বলে দিতে পারি------
         দিতেই হবে আমাদের নায্য অধিকার।

আমরা পশু নই, পৃথিবীর শ্রেষ্ঠ জীব
    আমাদের চাই,অন্ন-বস্ত্র-উপযুক্ত বাসস্থান।
      ------এ আমাদের নায্য দাবী,
         কারো দয়ার দান নয়।
ক্ষুধিত, অভুক্ত, অসহায়
  মানুষের মুখের গ্রাস কেড়ে,
   মহান গণতান্ত্রিক দেশের
    নেতা,মন্ত্রী, দালালদের,
      প্রাসাদোপম ঘর বাড়ি তৈরী হয়।

গরিবের বুকের পাঁজরের উপর গড়ে ওঠে,
  একের পর এক সপিংমল,মাল্টিসেক্টর।
যারা গরীব, খেটে খাওয়া শ্রমিক,
      আছে শুধু তাদের ভোট দেওয়ার অধিকার,
ভোট ভীখারিরা মনসদে বসেই,
   ভুলে যায়,তাদের প্রতিশ্রুতির কথা
      নায্য দাবী মানার চেয়ে------
         জনগনের উপর চালায় অন্যায়-অবিচার।
শ্রমিকের রক্তের বিনিময়ে হলেও
   আমরা ছিনিয়ে নেবই আমাদের নায্য অধিকার। 
     আমাদের পুঞ্জিভূত ক্ষোভের অসীম শক্তি,
        দেশের কি না কাজ করতে পারে?
         জনগণের হাতে কত ক্ষমতা জানে না তারা?
         দরকারে আমরা ভাঙতে পারি গড়তে পারি সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন