বুধবার, ৫ আগস্ট, ২০২০

শৈশবের স্মৃতি

শৈশবের স্মৃতি

By জামাল আনসারী

ফেলে আসা দিন গুলো,হারিয়ে যাওয়া দিন গুলো,
শৈশবে ডুব দিলে স্বচ্ছ দেখা যায় ।
এক পায়ে দাঁড়িয়ে তালগাছ,
বিস্তীর্ণ উঠানে খড়ি মাটির সেই ঘর।
হোক না কেন, সেই ঘর অস্থায়ী ?
ছু -কিত কিতে কোথায় হারিয়ে ফেলতাম,
কে আমার আপন? কে আমার পর?
ছিল না তখন এত হিংসা,  এত ঘৃণা ভাব।
ছিল শুধু টাকারই অভাব।

পাশের বাড়ির আমগাছে কচি কচি আম।
সবেমাত্র এই ধরছে কুঁড়ি,
দেখার পর ঘুম নেই দিনে রাতে,
একটু সুযোগ পেলেই. ...
আম পাড়তে হাজার ঢিল ছুঁড়ি।
বাবা মা'র বকুনি,  সে তো জলভাত!
ফেলে আসা দিন গুলো, হারিয়ে যাওয়া সেই দিন,
শৈশবে ডুব দিলে এখনও অমলিন।

প্রথম যখন স্কুলে ভর্তি  হয়,
কি ভয় ছিল মনে?
অ-অজগরের থেকেও বেশি ভয়,
মাস্টার মশাই দের কড়া শাসনে।
সহপাঠীদের চুপি চুপি চিমটি কাটা,
পেনসিল চুরি,আর কে নাই করে?
প্রায়ই কান্নাকাটি করে ফিরতাম ঘরে ।
সেই শৈশব আজ আর নেই,
শিশিরের শব্দের মতো নীরবে নিয়েছে বিদায়।

ফেলে আসা দিন গুলো, হারিয়ে যাওয়া সেই দিন গুলো,
সত্যিই কি মধুর !
লজেন্স নিয়ে বায়না ধরেছি,
ঘুড়ি উড়ানো নিয়ে কি কম ?
ছিপ ধরে কত বিকেল কেটেছে,
সূর্য ডুবে গেছে বাঁশঝাড়ে,
আঁধারে যখন বাড়ি ফিরেছি , ভয়ে গা ছমছম।
গোলাপের কুঁড়ি শুকিয়ে গেলেও
মৌমাছির মতো সঞ্চয় করে রাখেছি,
কিছু সোনালী স্মৃতি।
ফেলে আসা দিন গুলো, হারিয়ে যাওয়া সেই দিন,
শৈশবে ডুব দিলে বন্ধু,
পরিষ্কার দেখা যায়,হারিয়ে যাওয়া সেইসব সোনালী স্মৃতি।

★★★★★★★★★★★★★★★★★★★★

জামাল আনসারী



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন