বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

নাটক: বাল্য বিবাহ

নাটক : বাল্যবিবাহ


গত 04/02/2020 আমার পূর্ণপানি জুনিয়র হাই স্কুলে সফলভাবে মঞ্চস্থ  হয়ে গেল আমার লেখা প্রথম নাটক... "বাল্যবিবাহ"। যে সকল ছাত্র ছাত্রী অভিনয়ের মাধ্যমে নাটকটিকে বাস্তব রূপ দিল, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তাদের সার্বিক সাফল্য কামনা করছি।


বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর ,স্কুল-কলেজের ছাত্রীদের কন্যাশ্রী ভাতা দেওয়ার ফলে সমাজে  বাল্য বিবাহ  অনেকটা কমে এসেছে। তবুও সমাজে কোথাও প্রকাশ্যে,

আবার কোথাও লুকিয়ে মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

এই নাটকে মূলত আমি তিনটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি..

👉প্রথমতঃ সমাজে ছেলেমেয়ে যে দুই সমান তার একটা বার্তা দেওয়া ।


👉দ্বিতীয়তঃ বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসাধারণকে  সচেতন করা ।


 👉তৃতীয়তঃ মেয়েদের লড়াক্কু  মনোভাব তৈরি করা ।


 আপনারা নিশ্চয় জানেন যে,বাল্য বিবাহ আইনত দণ্ডনীয়  অপরাধ। মেয়ের বয়স 18 বছর না হলে আপনারা কেউ মেয়ের বিয়ে দেবেন  না।বাল্যবিবাহ  শুধু একটি মেয়ের উপর নয়, এটি সমাজ তথা দেশের উপর ভয়াবহ প্রতিক্রিয়ার সৃষ্টি করে ।তাই এ ব্যাপারে  আমাদের আরো সচেতন হতে হবে। জনমত গড়ে তুলতে হবে। 




নাটক: বাল্যবিবাহ

এই নাটকের ভিডিওটি দেখতে চাইলে youtube এর নীচের লিঙ্কটি খুলুন...
👇👇👇

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন