বুধবার, ৫ আগস্ট, ২০২০

সম্পর্ক

আচ্ছা,সুতপা আমাদের সম্পর্ক টা
        আবার নতুন করে গড়লে হয় না?
সংসারে চলার পথে কত কিছুই ভাঙে আবার গড়ে,
     তবুও জীবন তরী এগিয়ে চলে।
          বিগত দিনের কিছু স্মৃতি,
হৃদয়ে জমানো রাগ, দুঃখ,  ক্ষোভ, অভিমান,
     পিছনে ফিরে কি লাভ ?
সকালে সূর্য ওঠে, আবার বিকালে অস্ত যায় ।
        নদীর একূল ভাঙে ওকূল গড়ে,
            থেমে থাকে না ব্যস্ততম  সময়।
আচ্ছা,সুতপা আমাদের সম্পর্ক টা
       আবার নদীর মতো গড়লে হয় না?

বাড়ির শিমুল গাছের সেই বুড়ো কোকিল টি,
      আজও তোমার সুরে সুরে ডাকে,
            কি মিষ্টি সেই ডাক?
তোমার ভালোবাসার সেই বেড়াল ছানাটা,
        জানো কত বড় হয়েছে?
              তোমার কি তার কথা মনে পড়ে না?
আচ্ছা,  সুতপা আমাদের সম্পর্ক টা
         আবার নতুন করে গড়লে হয় না?

বকুল তলায় বসে বসে কাটিয়েছি ,
       হাজারো রামধনু বিকেল...
            গ্রাম থেকে ভেসে আসা
                  মেঠো বাউলের একতারার সুর,
পাগল করে তুলত দুই কচি হৃদয়।
এখনোও বিকেলে বকুল তলায় যাই,
     কিন্তু শোনা যায় না, আর সেই সুর ।
          তোমার বিরহে মাঠ,ঘাট আজ নীরব
আচ্ছা, সুতপা আমাদের হৃদয়ে সেই
       মেঠো বাউলের সুরকে জাগিয়ে তুললে হয় না?
          হারানো দিনের মধুর সম্পর্ক টা------
                আবার নতুন করে গড়লে হয় না?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন