যে যাই বলুক ভাই,
নেতা, মন্ত্রী, এমপি, দালালদের
সমালোচনা করতে গেলে ,
বুকের পাটা চাই।
সমাজ থেকে শোষন নির্মূল
করতে গেলে,অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদ করতে গেলে,
সাম্যের সমাজ গড়তে হলে,
বুকের পাটা চাই।
স্বার্থপর সুবিধাবাদী মানুষ
আজ কিববিল করছে ,
নিজের নিজের আখের গুছিয়ে
ব্যাঙ্কে কোটি কোটি টাকা ভরছে।
অনাহারে মরছে মানুষ,
কেউ দেখার নাই।
সত্যি বলছি ভাই,
গরীবের কথা বলতে গেলে,
সর্বহারাদের নিয়ে লড়তে হলে
বুকের পাটা চাই।
ভোটের সময় হাজার হাজার
প্রতিশ্রুতির ফুলঝুরি,
নেতাদের স্বভাবই এই
ভোট নিয়েই কেটে পড়ি।
আমরা কোটি টাকার ইমারত গড়ি।
একটু ভেবে দেখুন ভাই,
সাম্যের সমাজ গড়তে হলেও
আমাদের বুকের পাটা চাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন