নিশার অন্ধকারে মরু- সাগর গিরি,
দুর্গম পথ অতিক্রম করে----
হেঁটে চলেছি আমি ইতিহাসের পথে ।
লৌহ বাঁধানো রথে পাড়ি দিয়েছি দেশ থেকে দেশান্তরে,
পৌঁছে গেছি উন্নত মানব সভ্যতার ঊষালগ্নে।
চক্ষু মেলে দেখি,
উর্বর নদীর তীরে গড়ে উঠেছে
বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানব জাতির সভ্যতা।
মহেজ্ঞদারো-,হরপ্পা-মিশরীয়,
সুমেরীয়, প্রাচীন চীনের সভ্যতা।
পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সব মানুষই এক!
আমি এক জাগ্রত বিবেক।
এই তো সেদিন,বিম্বিসার,অশোক,হর্ষবর্ধনের রাজ্য,
দিল্লির সুলতানী যুগ,শক্তিশালী মুঘল সাম্রাজ্য ঘুরে এলাম।
কিন্তু মানুষ কোথায়??মানুষ আর মানুষে নেই,
আদিম যুগের পশুস্তরে নেমে গেছে।
মানুষ আজ প্রচণ্ড দাম্ভিক, স্বার্থপর, বিশ্বাস ঘাতক।
একতা ভুলে ধর্মের উদ্দামতার মাতোয়ারা।
ইতিহাসের পাতায় ভালো করে চোখ বুলিয়ে নিলাম,
কি আশ্চর্য? কোথাও লেখা নেই
সেই সব ভারী ভারী নাম।
কিন্তু এই মহা শক্তিশালী নাম গুলোই নিয়ন্ত্রণ করে দেশ,
পৃথিবীকে উলটে পালটে দেওয়ার আস্ফালন করে !
হিউয়েন সাঙ, ফাহিয়েন,মেগাস্থিনিসের লেখা
তন্ন তন্ন করে খুঁজে এলাম ।
এলাহাবাদ শিলালিপি,হাতিগুমফা শিলালিপি,
আরো কত হাজার লিপি, গুহা চিত্র।
কোথাও লেখা নাই রে ভাই,
বর্তমানের মহা শক্তিধরদের নাম ।
ধর্মের চোখ রাঙানিকে অতিক্রম করে,
পৌঁছে গেছি, প্রাগৈতিহাসিক যুগে,
কিন্তু হায়! কোনো ধর্ম গুরুই তো নেই,
----এই তল্লাটের স্থায়ী বাসিন্দা।
আছে শুধুই বিশালাকৃতি ডাইনোসর।
জানিয়ে গেলাম বন্ধু আসল কথা,
মানুষের ধর্ম মানবতা, আর সব মানুষই এক।
কখনই করো না ভাই, মানুষে মানুষে বিভেদ,
আমি এক জাগ্রত বিবেক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন