শনিবার, ১ আগস্ট, ২০২০

বাল্য বন্ধু



বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া
এক বাল্য বন্ধুকে খুঁজে পেলাম সেদিন,
মেদনীপুর রেলওয়ে প্লাটফর্মে।
উস্কো খুস্ক চুল,মুখভর্তি অবহেলিত দাড়ি। 
বহুকাল থেকে ক্ষুধার্ত, ক্লান্তিজনিত শরীর,
মনে নেই,তার নিজেরই ঠিকানা বাড়ি।
পরনে ছেঁড়া জামা,তৈলাক্ত প্যান্ট,
খালি দুটো ময়লা পা,চটি জুতো ছাড়া।

ইতিহাসের দিকে তাকিয়ে দেখি.....
শান্ত,নম্র,ভদ্র,মেধাবী ছেলেটা
কি করে হলো এমন ছন্নছাড়া।
বসন্তের এক রৌদ্রজ্জ্বল দিনে
লেগেছিল, প্রানে তার প্রেমের হাওয়া।
কত আশা,কত স্বপ্ন,হৃদয়ে জমা,
আকুতি, মিনতি শেষে হাতে পায়ে পড়া,
তবুও বাবা, মা সেদিন করেনি তাকে ক্ষমা।
অপমানে রাগে, দু:খে অভিমানে
চোখের জল মুছতে মুছতে হতভাগা
পাড়ি দেয় নিরুদ্দেশে.....
সেই দিন থেকেই হল ঘরছাড়া। 
তারপর জেগেছে কত বিনিদ্র রাত,
ক্ষুধার অনলে কেটেছে কত নিরম্বু উপবাস। 
ভাবি জীবনসাথি, বসন্তের কোকিল
সেও দিল ফাঁকি,ডুবল তরী,হারাল দুই কূল।

সেদিন প্লাটফর্ম জুড়ে লোকারণ্য,
কাছে ডেকে জড়িয়ে ধরে বললাম তাকে
কীরে?কেমন আছিস ওরে ভাই?
বড়ো,বড়ো চোখ দুটি করে ছল্ ছল্
বোধ হয়,আমাকে চিনতে পেরে,
বিড় বিড় সুরে বলে যায়,আপনার মনে,
"এই অসভ্য সমাজে বাঁচতে চাই না আমি...
দাদা,আমাকে ভুলে যাও দয়া করে।"

০৭/০৩/২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন