ভরা পকেটে বসন্তের আগমনে
জন সমুদ্রের জোয়ারে দুই কুল প্লাবিত,
শোনা যায়, জীর্ণ কুটিরেও
সুমিষ্ট সুরে হরেক পাখির কলতান।
আত্মীয়, স্বজন, বন্ধু বান্ধবদের ভীড়,
ভরা পকেটের মধ্যাকর্ষণ টানে,
মৌমাছির দল ফুলের মধু আহরণে,
সৌরভে বিকাশিত ফুলের যৌবনের কালে।
ভরা পকেট যেই খালি, জন সমুদ্রে ভাটা,
বন্ধু,বান্ধব সব বসন্তের কোকিল,
বন্ধু একটু মিথ্যা বলি নাই,
খালি পকেটে আসল মানুষ চেনা যায়।
বসন্ত গেলে বসন্ত আসে,
আবার একটি বছর পরে,
খালি পকেট কি আবার ভর্তি হয়,
ভরা নদীর প্লাবন কমে গেলে?
সুখের দিনে সবাই আসে,
প্রশংসার বিরাম নাই,
তিলকে পিটে তালও বানানো যায় ।
দুর্দিনের গন্ধ পেলেই জীর্ণ কুটির যেন ফাঁকা খেলার মাঠ।
একদম মিথ্যা কথা নই ভাই,
খালি পকেটের ধারে কাছে করো টিকিও নাই ,
স্বার্থ ফুরাইলে একে একে সব কেটে পালায়।
সত্যি বলছি ভাই,
খালি পকেটে আসল মানুষ চেনা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন