শনিবার, ১ আগস্ট, ২০২০

মানবতার সংকট



মানুষে মানুষে সমান অধিকার
বঞ্চিত করার নেই কারো অধিকার।
কি ধনী, কি দরিদ্র, সাম্যবাদে নেই ভেদাভেদ,
কিন্তু কোথায় ঘটছে সেই শৃঙখলে ছেদ।
সাম্প্রদায়িক রক্তলোলুপ শক্তি ঝাঁপিয়ে পড়ে
জীর্ণশীর্ণ শিকার সম দেশে।
মানুষে মানুষে কেনরে ভাই আজ ভুল বুঝা বুঝি?
রাস্তার মাঝে ঝরে মানবতার তাজা খুন।
ভাই ভাইয়ের সংগ্রামে,উন্মত্ত হিংসায় রণক্ষেত্র পৃথিবী,
এই কি মানবিকতার চেনা ছবি?

মানুষের কাছে মানুষেই আজ চরম শত্রু,
কেন রে ভাই এই বিশ্বাসহীনতা?
মানুষ কি তবে হিংস্র জীব?
মানুষ কি নির্দয়? দয়া মায়া হীন?
না,না, তা হইতো নই।
তাবে কেন মারামারি কাটামাটি
সামান্য বিষয়আশয় নিয়ে?
মানুষ কি তবে এতোই নিষ্ঠুরপ্রকৃতি.?
মানুষ কি পশুরও অধমাধম?
আজ কেন মাথায় ঘুরপাক খায় এই প্রশ্ন বাণ?
মানুষ মানুষের ভাই -- বলছি মুখে,
কার্যকালে আচরন করছি তার বিপরীতে।
পুর্ব আকাশে আজ ঘনিয়েছে ঘোর অন্ধকার মেঘ,
মানবতা আজ ভূলুণ্ঠিত ---
চিৎকার করে অন্ধকারে,দিক থেকে দিগন্তরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন