জ্যোতিষ ব্যবসা
জ্যোতিষ ব্যবসা লোক ঠোকানো ব্যবসা,
অবশেষে ধরা পড়ে গেল।
মোদি সরকারের নোট পরিবর্তন
জ্যোতিষীদের অজ্ঞতসারেই হল।
নোটের অকালে ফাঁকা চেম্বারে বসে,
জ্যোতিষী দেখে নিজের হস্তরেখা,
সকাল থেকে বিকাল কাটে,
তবুও মিলেনি খদ্দেরের দেখা।
অতীত-বর্তমান,ভবিষ্যৎ বক্তা
'জ্যোতিষ সম্রাট ' নামধারী
উরি তে হল জঙ্গি হামলা,
আগাম জানার কে অধিকারী?
জ্যোতিষীরা যদি সবই জানে,
বলে না কেন আগে,
লোক ঠকানো ভণ্ডামি তাদের,
ভাবতেই অবাক লাগে।
ভাই, নিজের ভাগ্য নিজে গড়ো,
থাকে না কারো হাতে লেখা,
পাথর পরলে ভাগ্য ফিরে,
জ্যোতিষী দের মিথ্যে কথা।
★★★★★★★★★★★★★★★
১৮/১১/২০১৬
(কবিতাটি মোদি সরকারের নোট বাতিলের সময় লেখা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন