বুধবার, ৫ আগস্ট, ২০২০

তুমি আসবে বলে

তুমি আসবে বলে খুলে রেখেছিলাম
আমার মনের দরজা জানালা।
চেয়েছিলাম মহানন্দে আপ্লুত
চাতকের মতো ঐ নীল আকাশের পানে।
তুমি এলে না-----
তবুও খুলে রাখলাম মনের দরজা জানালা ,
শুধু তুমি আসবে বলে।

তুমি আসবে বলে সাজিয়ে ছিলাম
আমার সুপ্তোত্থিত হৃদয় কানন,
তুলে রেখেছিলাম আমার প্রিয় ফুলগুলি
তুমি এলে না------
শুকিয়ে গেল সেই প্রিয় ফুলগুলি
'শুধু তোমারই অপেক্ষায়।'

তুমি আসবে বলে ভরে উঠেছিল
আমার মজা নদীর দুই তীর।
নদীর পাড়ে গড়ে উঠেছিল
শস্য, শ্যামল,  উর্বরা সমভূমি,
তবুও তুমি আর এলে না----
সুপ্ত রইল ভরা নদীর উন্মুক্ততা জলরাশি।
জানি, তুমি আসবে না---
তাবুও খোলা রাখব,
শুধু তোমারি জন্য----
আমার মনের দরজা জানালা খানি।

..................সমাপ্ত ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন