বিয়ের ছাপানো হলুদ কার্ড
By জামাল আনসারী
যে কথাটি বলতে গিয়েও বলতে
পারি না, আগে কোনদিন,
সেই কথাটি হঠাৎ আজ মনে
পড়েছে বারে বারে সারাদিন।
কতবার সাহস করে গেছি
তোমার একেবারে কাছাকাছি,
পাশাপাশি বসে,হাতে হাত রেখে
তবুও বলতে পারিনা,তোমায় ভালবাসি।
আনন্দ,স্ফুর্তি,হাসি মজা করে
কেটেছে আমাদের স্কুল জীবন,
তোমাকে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন
দেখেছে আমার অবুঝ মন।
বর্ষা বাদল দিনে,আমরা দুজনে
পলাশের বনে,খেলেছি লুকোচুরি খেলা,
সেই স্মৃতি আজ উথলে আমার
সানাই এর সুরে বিদায় বেলায়।
ভালো থাকো,সুখে থাকো প্রিয়া
নাই বা হলাম তোমার বডি গার্ড
হাতে পেলাম আমার ভালোবাসা,
তোমার বিয়ের ছাপানো হলুদ কার্ড।
যে কথাটি বলা হয়নি আজও
সে কথাটি হৃদয়েই সুপ্ত থাক,
দূর থেকে তোমায় করি আশীর্বাদ
না বলা কথাটা না বলায় থাক।
......................সমাপ্ত........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন