রবীন্দ্রনাথ
by জামাল আনসারী
পঁচিশে বৈশাখ বাঙালির হৃদয়ে
এক স্মরণীয় নাম ।
আকাশে বাতাসে মুখরিত, তব জয়গানে,
বিশ্বকবি ,জন্মদিনে লহ প্রণাম।
তুমি শুধু হিন্দু, মুসলমানের কবি নয়,
মানুষের কবি, মুক্তমনের কবি ।
ধর্মের সংকীর্ণতার নাগপাশ করে ছিন্ন,
বিশ্ব মাঝে পেয়েছ নোবেল সম্মান।
বাংলা পঁচিশে বৈশাখ,জন্মদিবসে,
কবিগুরুকে জানাই শতকোটি প্রণাম।
আজও তোমার উপেনরা সভ্য
সমাজে সমান উপেক্ষিত,
অরণ্য ধবংস করে,
গ্রামকে গ্রাম জ্বালিয়ে,
আদিবাসীদের নির্বাসনে পাঠিয়েছে
একদল অর্থপিশাচের দল।
যারা মাথার ঘাম পায়ে ফেলে,
যারা ফসল ফলায়,
দুমুঠো ভাতের জন্য যাদের
মাঠে মাঠে জীবন কাটে,
দেশের ধনকুবের শিল্পপতিরা
এই সব উপেনদের সম্পত্তি
নামে- বেনামে করে হস্তগত।
আজও সেই বিচারের বাণী
নিরবে নিভৃতে কাঁদে,
মানবতার দরজায় দরজায়...
চিৎকার করেও মানুষের দেখা নাই ।
উগ্রবাদী ধর্মীয় বিষবাষ্পের ছোবলে,
বিপন্ন মানব সমাজ।
পূজার বেদী রক্তে ভেজা,
টুঁটি চিঁপে হত্যা হয় এখন মানবতার।
কবিগুরু, আজ শিক্ষার বড়ই অভাব,
পৃথিবী ঘোর অন্ধকারে নিমজ্জিত,
গুটি কয়েক হাতে টিম টিম করে জ্বলে,
শিক্ষার আলো, জ্ঞানের মশাল।
বাঙালির চিন্তায়, চেতনায় কাব্য চর্চায়,
সুরের ঝংকারে------
আমি খুজেঁ পাই জীবন্ত রবীন্দ্রনাথ।
আমার হৃদয় বীণায় ধ্বনিত,
আজ শুধু একটাই নাম,
মানুষের কবি, বিশ্বের কবি
আমার প্রানের কবি রবীন্দ্রনাথ।
09/05/2018
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন