বাংলার হিন্দু মুসলমানের ইতিহাস,
আবারও কলঙ্কিত করল কারা?
কারা ছড়াল হিংসার আগুন?
সমাজ সচেতন মানুষ গুলো,
এবার দাঙ্গাবাজদের চিনুন ।
স্বার্থানেষী রাজনৈতিক নেতারা
হিন্দু, মুসলমানে ভুল বুঝিয়ে,
মনে প্রানে ধরায়, বিশ্বাসের ফাটল ।
হাজার বছরের ঐতিহ্যকে,
দু পায়ে মাড়িয়ে দিয়ে দেখায়,
উগ্র ধার্মিকতার ভয়ঙ্কর দাপট ।
বিভেদকামীরা যতই হুঙ্কার ছেড়ে গর্জায় না কেন,
সমাজের বুকে মারুক বিষবাষ্পের ছোবল ।
সম্মিলিত প্রতিরোধ রুখে দিতে পারে,
কু চক্রীদের ঐ অপচেষ্টা-----
হিন্দু মুসলমান আবারও সেই কাজে সফল ।
সাধারণ মানুষ দাঙ্গা চাই না,
চাই ক্ষুধার্ত পেটে এক মুঠো ভাত,
ভাত দেওয়া তো দূরের কথা,
ধর্মের নামে রাজনীতি করে,
দেশের রাজনৈতিক নেতা, মন্ত্রীরা
গরীবের ক্ষুধার্ত বুকে মারে আঘাত ।
ধর্ম বড়ো নই রে ভাই,
মানুষই বড়ো জগৎ মাঝে,
বিভেদের কৃত্রিম প্রাচীর গড়তে,
নেতারা নিত্য নতুন ফন্দি খোঁজে ।
সাধারণ মানুষ সতর্ক হোন,
এই ধর্ম ব্যবসায়ীদের কবল থেকে ।
পারমানবিক বোমার চেয়েও
এরা মারাত্মক ভয়ংকর ।
সবসময়ই দূরত্ব বজায় রাখুন,
এদের কাণ্ড কারখানা থেকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন