#পার্থবাবুকে খোলা চিঠি,
...............
আমি ঠিক জানি না, এই খোলা চিঠিটি আপনার কাছে অদৌও পৌঁছাবে কিনা ! তবুও আপনাকেই লিখছি।
মাননীয় প্রাক্তন শিক্ষা মন্ত্রী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম।আমরা জানি যে, "শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি"। সেই মহান শিক্ষা দপ্তরের আপনি প্রধান, তথা শিক্ষা মন্ত্রী ছিলেন। গোটা রাজ্যের সাথে আমারও শিক্ষা মন্ত্রী। এতদিন আমার ধারণা ছিল যে, যারা শিক্ষার সাথে ওতোপ্রেত ভাবে যুক্ত তারা কখনোই পাহাড়প্ৰমান দুর্নীতির সাথে যুক্ত হতে পারে না। আপনি আমার সেই বিশ্বাসে ফাটল ধরিয়েছেন। আপনার প্রতি যা শ্রদ্ধা ভক্তি ছিল তা এই দুর্নীতির খবরে নিমিষেই উধাও হয়ে গেছে।
বর্তমান যুগটা হচ্ছে, ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। তাই আর কারো জানতে বাকি নেই, যে আপনার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ী থেকে একুশ কোটি টাকা সহ আশি লক্ষাধিক টাকার গহনা এবং প্রায় কুড়িটি দামি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এমনকি ssc পরীক্ষার কয়েকটি এডমিট কার্ড পাওয়া গেছে।
এখন আপনি বলুন, এই অবৈধ এক কোটি আধ কোটি নয়,একুশ কোটি টাকার উৎস কী?? আপনার বান্ধবীর বাড়িতেই বা ssc পরীক্ষার কয়েকটি এডমিট কার্ড গেল কিভাবে??
আপনি না বললেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীগন বলতে শুরু করেছে, যে এই টাকা ssc দুর্নীতির টাকা। এই টাকা হাজার হাজার বেকার যুবকদের জমি,বাড়ি বিক্রি করা টাকা।এই টাকা গরিব মানুষের ঘাম ঝরানো টাকা।
আপনি দীর্ঘসময় ধরে হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের সাথে জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। যাদের চাকুরী দেওয়ার নাম করে কোটি কোটি আপনি নিয়েছেন। তাদের আপনি ভুলে গেছেন। ঠিক খোঁজ রাখলে দেখতে পেতেন, তাদের অনেকেই চাকুরী না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সেই দায় আপনি কি অস্বীকার করতে পারবেন??
আচ্ছা, মাননীয় পার্থবাবু,আপনি তো আমাদের রাজ্যের সেরা স্কুল রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষা লাভ করেছেন।এই আপনার রামকৃষ্ণ মিশনের শিক্ষা??
যাক, আজ আর বেশি কিছু লিখে চিঠিটি দীর্ঘায়িত করতে চাই না। স্কুল সার্ভিস কমিশনের(ssc) দুর্নীতির মামলায় আপনি গ্রেপ্তার হয়েছেন। তদন্ত চলছে। আপনি দুর্নীতি করে থাকলে শাস্তি পাবেন। আমি চাই, রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা দেরিতে হলেও সুবিচার পাক।
আপনি প্রাক্তন শিক্ষা মন্ত্রী।তাই আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনি ভুল করুন,দোষ করুন আর দুর্নীতিই যায় করুন। তবুও তো আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
✍️জামাল আনসারী
24/07/2022