রবিবার, ২৪ জুলাই, ২০২২

পার্থবাবুকে খোলা চিঠি

 #পার্থবাবুকে খোলা চিঠি,

...............

 আমি ঠিক জানি না, এই খোলা চিঠিটি আপনার কাছে অদৌও পৌঁছাবে কিনা ! তবুও আপনাকেই লিখছি।

মাননীয় প্রাক্তন শিক্ষা মন্ত্রী  আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম।আমরা জানি যে, "শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি"। সেই মহান শিক্ষা দপ্তরের আপনি প্রধান, তথা শিক্ষা মন্ত্রী ছিলেন।  গোটা রাজ্যের সাথে আমারও শিক্ষা মন্ত্রী। এতদিন আমার ধারণা ছিল যে, যারা শিক্ষার সাথে ওতোপ্রেত ভাবে যুক্ত তারা কখনোই পাহাড়প্ৰমান দুর্নীতির সাথে যুক্ত হতে পারে না। আপনি আমার সেই বিশ্বাসে ফাটল ধরিয়েছেন। আপনার প্রতি  যা শ্রদ্ধা ভক্তি ছিল তা এই দুর্নীতির খবরে নিমিষেই উধাও হয়ে গেছে।


বর্তমান যুগটা হচ্ছে, ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। তাই আর কারো জানতে বাকি নেই, যে আপনার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ী থেকে একুশ কোটি টাকা সহ আশি লক্ষাধিক টাকার গহনা এবং প্রায় কুড়িটি দামি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এমনকি ssc পরীক্ষার কয়েকটি এডমিট কার্ড পাওয়া গেছে। 


এখন আপনি বলুন, এই অবৈধ  এক কোটি আধ কোটি নয়,একুশ কোটি টাকার উৎস কী?? আপনার বান্ধবীর বাড়িতেই বা ssc পরীক্ষার কয়েকটি এডমিট কার্ড গেল কিভাবে?? 

আপনি না বললেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীগন বলতে শুরু করেছে, যে এই টাকা ssc দুর্নীতির টাকা।  এই টাকা হাজার হাজার বেকার যুবকদের জমি,বাড়ি বিক্রি করা টাকা।এই টাকা গরিব মানুষের ঘাম  ঝরানো টাকা। 


আপনি দীর্ঘসময় ধরে হাজার হাজার শিক্ষিত  বেকার ছেলেমেয়েদের সাথে জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। যাদের চাকুরী দেওয়ার নাম করে কোটি কোটি আপনি নিয়েছেন। তাদের আপনি ভুলে গেছেন।  ঠিক খোঁজ রাখলে দেখতে পেতেন, তাদের অনেকেই চাকুরী না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।  সেই দায় আপনি কি অস্বীকার করতে পারবেন?? 


আচ্ছা, মাননীয় পার্থবাবু,আপনি তো আমাদের রাজ্যের সেরা স্কুল রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষা লাভ করেছেন।এই আপনার রামকৃষ্ণ মিশনের শিক্ষা??


যাক, আজ আর বেশি কিছু লিখে চিঠিটি দীর্ঘায়িত করতে চাই না। স্কুল সার্ভিস কমিশনের(ssc) দুর্নীতির মামলায় আপনি গ্রেপ্তার হয়েছেন। তদন্ত চলছে। আপনি দুর্নীতি করে থাকলে শাস্তি পাবেন। আমি চাই, রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা দেরিতে হলেও সুবিচার পাক।


আপনি প্রাক্তন শিক্ষা মন্ত্রী।তাই আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনি ভুল করুন,দোষ করুন আর দুর্নীতিই যায় করুন। তবুও তো আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

                                 ✍️জামাল আনসারী

                                       24/07/2022



শুক্রবার, ২২ জুলাই, ২০২২

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কিছু কথা

 


স্বাধীন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, তথা ভারতের পনেরো তম রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।


 শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নয়, দ্রৌপদী মুর্মু এই জয়ে গোটা ভারতের মানুষজন খুশি হয়েছেন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কয়েকটি পথসভা, মিছিল,পদযাত্রা বের হয়েছিল।আর হবেই না কেন?? এতো বছর পর আমাদের দেশের কোনো সরকার এই প্রথম আদিম জন জাতি গোষ্ঠী, আদিবাসী সম্প্রদায়ের কোনো মানুষকে দেশের প্রথম নাগরিক সন্মান দিয়ে রাষ্ট্রপতি পদে বসলেন।


তিনি দেশের পনেরোতম রাষ্ট্রপতি হিসাবে কতটা সফল হবেন বা ব্যর্থ হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে ঐ যে বলে না, আজকের দিনটা কেমন যাবে তা সকালের সূর্যদোয়ের পরেই জানা যায়। 

এখন আসুন,আমরা খোলা মনে, আমাদের  নির্বাচিত নতুন রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুর সেই সকালটা তথা অতীত ইতিহাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।


দ্রৌপদী মুর্মু ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামের একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং দাদা উভয়েই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান ছিলেন।


দ্রৌপদী মুর্মু শ্যাম চরণ মুর্মুকে বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি ছেলে ছিল যারা উভয়ই মারা গেছে এবং বর্তমানে একটি মেয়ে আছে।

তিনি ১৯৯৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ভারতীয় জনতা পার্টি তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন।


উড়িষ্যা বিধান সভায় এক সময় মন্ত্রী ছিলেন এই দ্রৌপদী মুর্মু। সেই সময়  সরকারের মদতে আদিবাসী দের জোর করে জমি থেকে উচ্ছেদ করা হয়।আদিবাসীরা একত্রিত হয়ে রুখে দাঁড়ায়, প্রতিরোধ করার চেষ্টা করেন। তৎকালীন উড়িষ্যা সরকারের পুলিশ বাহিনী গুলি চালায়  । ফলে তিনজন আদিবাসী মারা যান। আদিবাসীরা জমি থেকে অন্যায় ভাবে বলপূর্বক উচ্ছেদ হয়।তবুও তিনি সরকারের একজন মন্ত্রী পদে বসে চুপচাপ থাকেন।পদত্যাগ তো দূরের কথা কোনো মৌখিক প্রতি বাদ ও করেননি।


 এছাড়াও  ঝাড়খন্ডে যখন বিজেপি সরকার তখন পাঁচ বছর রাজ্যপাল ছিলেন। এই রাজ্যপাল থাকা কালীন  ওই সেই সময় আদিবাসী দের স্বার্থ বিরোধী সমস্ত বিলে উনি সই করেন। মানুষ মিথ্যে কথা বলতে পারেন, কিন্তু ইতিহাস কখনও মিথ্যে কথা বলে নি। 


এখন অনেকেই আদিবাসী রাষ্ট্রপতি ,আদিবাসী রাষ্ট্রপতি বলে নৃত্য জুড়েছে তাদের ভালো করে জেনে রাখা ভালো যে, ঝাড়খন্ডে পাঁচ বছর রাজ্যপাল থাকলেও আদিবাসীদের জন্য তিনি কিছুই উন্নতি করেন নি। উপরন্তু চরম আদিবাসী বিরোধী হিসেবেই উনাকে দেখা গেছে।  আসলে নামেই মুর্মু বা আদিবাসী  কাজে মোটেই আদিবাসী নন।


©জামাল আনসারী

22/07/2022



ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও কিছু কথা

 

ভারতীয় যুক্তরাষ্টীয় কাঠামোর রাষ্ট্রপতি পদটির গুরুত্ব অপরিসীম। ভারতের সংবিধানে কেন্দ্রীয় শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী হলেন রাষ্ট্রপতি। শাসন বিভাগের শীর্ষে রাষ্ট্রপতির অবস্থান। সংবিধানের ৫৩ নং ধারায় বলা হয়েছে যে, ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসনক্ষমতা রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকবে। তিনি নিজে কিংবা তার অধস্তন কর্মচারীদের মাধ্যমে শাসনক্ষমতা প্রয়ােগ করেন। তিনি একাধারে শাসন বিভাগের প্রধান, অন্যদিকে আইন বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ।এবং তিনিই ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক।


ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই দেখা যায় যে, এই রাষ্ট্রপতি পদটিতে যারা আসীন হয়েছেন, তারা সকলেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাদের শিক্ষা দীক্ষা পান্ডিত্য নিয়ে কারো  কোনো সন্দেহের অবকাশ ছিল না। একটা সময় ছিল যখন একমাত্র শিক্ষিত ,সমাজ সচেতন নাগরিকদের এই মহান পদে বসানোর রেওয়াজ ছিল। ভারতের এই রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন―রাজেন্দ্র প্রসাদ,সর্বপল্লী রাধাকৃষ্ণাণ,ড:জাকির হোসেন, সুপ্রিম কোর্টের বিচারপতি মহম্মদ হিদায়েতুল্লা(অস্থায়ী),ভি ভি গিরি,ফখরুদ্দিন আলি আহমেদ,আর ভেঙ্কট রামন,কে আর নারায়ণন,এ পি জে আবদুল কালাম,প্রতিভা পাটিল,প্রণব মুখোপাধ্যায়।


 ভারতের রাষ্ট্রপতি পদটির মান সম্মানকে এক উচ্চ মাত্রায় নিয়ে যেতে তারা সক্ষম হয়েছিলেন।ভারতে তো বটেই বিদেশের মাটিতে দাঁড়িয়ে এনাদের নামের খ্যাতি, কর্মের খ্যাতি শুনতে পাওয়া যায়। 


কিন্তু যখন থেকে রাষ্ট্রপতি পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদে কম গুরুত্বপূর্ণ বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসানো হল, তখন থেকেই রাষ্ট্রপতি পদটির গুরুত্ব ম্লান হতে শুরু হয়েছে। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি হলেন রামনাথ কবিন্দ। খুবই সম্মানীয় ব্যক্তি। তাতে সন্দেহ নেই। কিন্তু তিনি কি রাষ্ট্রপতি পদটির সেই অতীত মান সম্মান বজায় রাখতে পেরেছেন?? ভারতের বুকে ঘটমান নানা সমস্যা নিয়ে তিনি একদিনেও কি সংবাদিকের মুখোমুখি হয়েছেন?? সমস্যার সমাধান নিয়ে তিনি কি একটাও বিবৃতি দিয়েছেন?? 


তিনি এতো বড় একটা পদে বসে তিনি দেশের মানুষের জন্য কি করেছেন! রাষ্ট্র যখন নানা অজুহাতে আদিবাসী, দলিত, সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার চালিয়েছে, দমন-পীড়ন চালিয়েছে, ঘর- বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। তখন দলিত রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ একবারের জন্যেও সেই সব অত্যাচারিত মানুষের পাশে কি দাঁড়িয়েছে ?? না। তিনি কখনও তাদের পাশে দাঁড়ায় নি। সরকারের চাটুকারিতা করতেই পাঁচ বছর কেটে গেছে। জনগণের অভাব অভিযোগ শোনার সময়ই তিনি পান নি। 

ভারতের আদিবাসীদের জল,জমি জঙ্গলের অধিকার যখন সরকার ক্ষমতায় জোরে কেড়ে নিচ্ছে, দেশের কৃষকদের হাতে না মেরে যখন ভাতে মারার জন্য তিন তিনটি কালা আইন এনেছিল, তখনও রামনাথ কবিন্দের মুখে একটিও শব্দ বের হয়নি। কেন??  


আসলে সরকার  চাই, রাষ্ট্রপতি পদে এমন লোক বসুক,যে সরকারের আজ্ঞাবহ হবে, সরকার যা বলবে রাষ্ট্রপতি তাই করবেন।রাষ্ট্রপতি হবেন সরকারের হাতের পুতুল। বাস্তবে হচ্ছেও তাই। ভারতের রাষ্ট্রপতি পদে রামনাথ কবিন্দ পাঁচ বছর  কাজ করার পর অবসর নিলেন। কিন্তু দুঃখের বিষয় হলেও এটাই সত্যি যে, বিদেশের কথা আমি ছেড়েই দিলাম, আমাদের ভারতের 99%  মানুষ উনার নামেই আজ পর্যন্ত শুনেই নি। 


এবার নাকি ভারতের রাষ্ট্রপতি পদের মতো গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন, দ্রৌপদী মুর্মু।  দেখা যাক, তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, কতটুকু কাজ করেন।


 তিনি কি ভারতের রাষ্ট্রপতি পদটির অতীতের গৌরবময় ইতিহাস, হারানো মান- সম্মান ফিরিয়ে আনতে পারেবেন?  তিনি কি ভারতের আদিবাসী মানুষের জল,জমি,জঙ্গলের অধিকার ফিরিযে দিতে পারবেন?  ভারতের বুকে আদিবাসী, দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, তা কি দ্রৌপদী মুর্মু কঠিন হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন?? 

দেখা যাক, এই সব প্রশ্নের উত্তর  সময়ই একদিন বলে দেবে।


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাখি। ভারতের প্রতিটি মানুষ আপনার প্রতি অনেকে আশা,আকাঙ্খা ,প্রত্যাশা নিয়ে আগামী দিনের পথ চলার দিকে তাকিয়ে আছে।


©জামাল আনসারী 

20/07/2022



শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আপনার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু??

 আপনার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু??


সমীক্ষা করে দেখা গেছে, যারা বড়লোক। যারা করোনা সম্পর্কে খুবই সচেতন নাগরিক। টিভি, সংবাদপত্রের কল্যানে আজ কত করোনা রোগী বাড়ল, গতকাল কত করোনা রোগী বেড়েছিল, প্রায় সব খবর নখ দর্পণে রাখেন।যারা 24 ঘন্টায় মধ্যে 18 ঘন্টা মাক্স ব্যবহার করেন,ঘনঘন হাতে সেনিটাইজার নেয়,এমনকি কোথাও বাসে বা ট্রেনে এমনকি প্রাইভেট গাড়িতে গেলেও সঙ্গে করে বোতল বোতল সেনিটাইজার নিয়ে যান ।যারা সমাজে VIP বলে পরিচিত।এমনকি যারা অভিনেতা বা অভিনেত্রী তারায় বেশি বেশি করে করোনা আক্রান্ত হয়। VIP ব্যক্তিরা কেউ একবার, কেউ দুবার কেউ তিনবার করে করোনা আক্রান্ত হয়। এদের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ,দ্বিতীয় ডোজ বহুদিন পূর্বেই নেওয়া হয়ে গেছে। তবুও এরা বারবার করোনায় আক্রান্ত হয়। এবং ভবিষ্যতেও এদের করোনায় বা অমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 99.99%.....


 অন্যদিকে সমীক্ষার রিপোর্ট বলছে, যারা করোনা সম্পর্কে বিন্দুমাত্র সচেতন নয়। মাক্স পরেন না ।যাদের সেনিটাইজার কেনারও পয়সা নেই। এদের 90% বাড়িতে টিভি নেই। এরা সংবাদপত্র পড়েন না,বলে আজ কত করোনা রোগী বাড়ল, গতকাল কত করোনা রোগী বেড়েছিল, তার কোনো হিসেব রাখার প্রয়োজন মনে করেন না। ।ঘনঘন হাতে সেনিটাইজার নেয় না।এমনকি কোথাও বাসে বা ট্রেনে গেলেও সঙ্গে করে বোতল বোতল সেনিটাইজার নিয়ে যাওয়ার সামর্থ্য এদের নেই ।যারা সমাজে শ্রমজীবী, লেবার, দিনমজুর নামে  পরিচিত।যারা গ্রামে বাস করেন ,তাদের কিন্তু সেরকমভাবে করোনা  হয় না। দূরবীন দিয়ে খোঁজা খুঁজির পর যে দু একটা গ্রামের দিকে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়, সেটা পার্সেন্টেজে ধরা যায় না । এদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0.01%...


এবার আপনি হিসেব করে দেখুন। আপনার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু??


(বিঃদ্রঃ―এই সমীক্ষাটি আপনার পছন্দ না হলে আপনি নিজে সমীক্ষা করে হাজার বার দেখতে পারেন।)


©জামাল আনসারী 

08/01/2022



রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

এক-এ চন্দ্র, দুই-এ পক্ষ

 এক-এ চন্দ্র, দুই-এ পক্ষ

....জামাল আনসারী

একটি শিশুর প্রথম লেখাপড়ার হাতেখড়ি বর্ণ পরিচয়। সাথে সাথে শিশুটি বিভিন্ন সংখ্যা গোনা শিখতে থাকে।এ গুলো শিশুর সহজ সরল কোমল মনে এবং বিশ্বাসে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।এই বর্ণ পরিচয় ও বিভিন্ন সংখ্যা গোনার সময় থেকেই জ্ঞাত বা অজ্ঞাতসারে শিশুর মনে কিছু আজগুবি, অবিশ্বাস্য, পৌরাণিক ধর্মীয় কুসংস্কারের ধ্যান ধারণা মস্তিষ্কের রন্ধে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়। আসুন আমরা খোলামেলা মনে সেগুলো আলোচনা দেখি......

১- এক- এ চন্দ্র।চন্দ্র মানে চাঁদ। আমরা সকলেই জানি আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ। তাহলে এক-এ চন্দ্র বলতে একটি চাঁদকে বোঝাচ্ছে। এটা ঠিক আছে।কোনো ভুল নেই।

২- দুই-এ পক্ষ। পক্ষ মানে এখানে কোনো বর পক্ষ বা কনে পক্ষের কথা বলা হয়নি,শত্রুপক্ষ, মিত্রপক্ষ নয় ।বাংলা অভিধানে পক্ষ শব্দের অর্থ দেওয়া আছে.."চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন)।"

এখানে দুই-এ পক্ষ বলতে  মাসের দুটি (মাসার্ধ)পক্ষকে বোঝানো হয়েছে। এই পক্ষ দুটি হল কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ।

৩-তিন-এ নেত্র। নেত্র শব্দের অর্থ সংসদ বাংলা অভিধানে লেখা আছে চক্ষু,...

এখন তিন-এ নেত্র বলতে এখানে তিনটি চক্ষুর কথা বলা হয়েছে। সমস্যাটি এখানেই।গোটা বিশ্ব তন্ন তন্ন করে খোঁজ করলেও কোনো মানুষ তো দূরের কথা। গরু,ছাগল,হাঁস মুরগী, কোনো পশু পাখির মধ্যে কারোও তিনটি চোখ খুঁজে পাওয়া যায় না। এখানে আজগুবি, অবিশ্বাস্য, গল্পের গরু গাছে চড়ে মার্কা পৌরাণিক গল্প গুলো টেনে আনা হয়েছে। পৌরাণিক গালগল্পে আছে পৃথিবীর যতসব আষাঢ়ে গল্প গুলোর আঁতুরকুড়।পুরানেই পাওয়া যায় কারো জন্ম মাথা থেকে তো কারো জন্ম পা থেকে। কেউ উরু থেকে, কেউ আবার বাহু থেকে জন্ম গ্রহন করে। যতসব হাস্যকর অবৈজ্ঞানিক কান্ডকারখানা! এমন কি চোখের জল থেকে; কান থেকেও মানুষের জন্ম হওয়ার কথা পুরানে লেখা আছে। সেই পৌরাণিক কাহিনীতে শিবের তিনটি চোখের কথা বলা আছে। তাছাড়া কিছু পুরানে দুর্গার তিনটি চোখের কথা বলা হয়েছে।এটা নিয়েও নানা মুনির নানা মত। বির্তকিত বিষয়। এখন প্রশ্ন হচ্ছে শিশু মনে কেন এই অবৈজ্ঞানিক, বিতর্কিত বিষয় গুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এর উদ্দেশ্যই বা কি তা পাঠকদের ভেবে দেখতে অনুরোধ করছি।

৪- চার এ বেদ। আমরা জানি বৈদিক যুগে চারটি বেদ ছিল। এই চারটি বেদ হল...1) ঋক 2) সাম 3)যজু 4) অথর্ব।  ঘুরে ফিরে সেই পৌরাণিক বিষয়। ছোট্ট ছোট্ট শিশুদের কি এগুলো জানা খুব প্রয়োজন? পাঠকগণ একটু ভেবে দেখবেন। 

৫-পাঁচ এ পঞ্চবাণ। বাণ শব্দের অর্থ বাংলা অভিধানে লেখা আছে,ধনুক থেকে যে তীক্ষ্ণাগ্র অস্ত্র নিক্ষিপ্ত হয়, তির, শর।হিন্দু ধর্ম অনুসারে কামদেব অথবা মদন দেবের পাঁচটি বানের কথা বলা হয়ে থাকে। এই পাঁচটি বাণ হল...১) সম্মোহন 2)তাপন 3)শোষণ 4)উন্মাদন 5) স্তম্ভন। এখানেও সেই সহজ সরল শিশুর মনে ও বিশ্বাসে ধর্মীয় বিষয় পরিকল্পনা মাফিক  ঢুকিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে শুরু হয় ধর্মীয় কুসংস্কারের পাঠ। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, এযাবৎ পৃথিবীতে লড়াই ঝগড়া করে যত মানুষের মৃত্যু হয়েছে, তার সংখ্যাধিক্য মানুষের মৃত্যু হয়েছে ধর্মের কারনে। তাই ছোট্ট ছোট্ট সহজ সরল শিশুদের লেখাপড়ার হাতেখড়িতেই ধর্মীয় শিক্ষার পাঠ কেন?

৬- ছয়-এ ঋতু।আমরা যারা ভূগোল বই পড়েছি,তারা সময় জানি যে, গোটা বছরকে ছয়টি ঋতুতে ভাগ করা হয়েছে। এই ছয়টি ঋতু হল... 1)গ্রীষ্ম 2) বর্ষা 3) শরৎ 4) হেমন্ত 5) শীত 6) বসন্ত। এটা সত্যি।এটা মানতে কারো অসুবিধা নেই।

৭- সাত-এ সমুদ্র।বাংলা অভিধানে সমুদ্র শব্দের অর্থ দেওয়া আছে..সাগর,অর্ণব,দরিয়া,জলধি,বারিধি,অম্বুনিধি,প্রচেতা,জলেন্দ্র,জলেশ্বর,জলারণ্য,জলধর,নীলাম্বু,মকরালয়,মকরাকর,নীরধি,পয়োধি,জলাধিপ,বারিধর,বারিনিধি,বারীন্দ্র,বারীশ, প্রভৃতি। 

এখানে সাত-এ সমুদ্র বলতে সাতটি সমুদ্র বা সাগরের কথা বলা হয়েছে। এই সাতটি সমুদ্র কোথায় অবস্থিত? বিভিন্ন দেশের ভূগোল বইয়ে খোঁজ করলে দেখা যাবে। মহাসাগর আছে, সাগর আছে ,উপসাগর আছে। কিন্তু কোনোটিই সংখ্যায় সাতটি নয়।এই পৃথিবীতে সমুদ্র বা সাগরের সংখ্যা মোট সাতটি নয়। আরো বেশি। উইকিপিডিয়া অনুসন্ধান করলে অনেক সাগর বা সমুদ্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন..

লোহিত সাগর। বঙ্গোপসাগর। আরব সাগর।তিমুর সাগর।জাপান সাগর।দক্ষিণ চীন সাগর। জাভা সাগর। মৃত সাগর।বেরিং সাগর। কৃষ্ণ সাগর।ভূমধ্যসাগর প্রভৃতি।কিন্তু সাত-এ সমুদ্র এগুলো নয়।



সাত-এ সমুদ্র হল,আমাদের দেশের পুরাণে বর্ণিত  সাতটি সমুদ্রের নাম। এগুলি হল –1) লবণ 2) ইক্ষুরস 3)সুরা 4)ঘৃত 5)দধি 6)ক্ষীর 7)মিষ্টি 

হ্যাঁ। এগুলিকেই সমুদ্র বলে মানতে হবে।শিখতে হবে। বাচ্চাদের শেখাতে হবে। আচ্ছা, শিশুদের  সংখ্যামালা  শেখার সাথে সাথে  এই ভুল ধ্যান ধারণা গুলি কেন শিখতে হবে? সচেতন পাঠকদের এটাও ভেবে দেখতে অনুরোধ করছি।


৮ - আটে অষ্টবসু। অষ্ট বসু মানে আট জন বসুর কথা বলা হয়েছে।মহাভারত অনুযায়ী দক্ষ রাজার কন্যা বসুর গর্ভজাত আটপুত্রকে বলা হয় অষ্টবসু। তাঁরা হলেন....1) ধর  2) ধ্রুব 3)সোম 4)অহ 5) অনিল 6)অনল 7)প্রত্যুষ 8)প্রভাস বা দ্যু। বলা হয় এই অষ্টবসুরাই ইন্দ্রের সহকারী, পরবর্তীতে তারা বিষ্ণুর সহকারী হন।

অষ্টবসুর এক বসু প্রভাস বা দ্যু যিনি মাতা গঙ্গা ও শান্তনুর পুত্র রূপে দেবব্রত নামে মর্ত্যে জন্মগ্ৰহণ করেন । পরে তার ভীষণ প্রতিজ্ঞার কারণে ভীষ্ম নামে পরিচিত হন‌।


বৃহদারন্যক পুরাণ অনুযায়ী অষ্ট বসু হচ্ছে.... 1)পৃথিবী 2)অগ্নি 3)বায়ু 4)অন্তরীক্ষ 5) আদিত্য 6)চন্দ্রমা 7) নক্ষত্রাণি 8) দ্যু।

এখানেও সেই বির্তকিত বিষয়ের অবতারণা। একটার সাথে একটার কোনও মিল নেই!তবুও শিখতে হবে।পড়তে হবে। শিশুদের শেখাতে হবে! কিন্তু কেন??

৯- নয়-এ নবগ্রহ।নবগ্রহ মানে নয়টি গ্রহ।বিভিন্ন পৌরাণিক কাহিনীতে নয়টিগ্রহের কথা বলা হয়েছে ।সেগুলি হল রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু।

এখানে রবি অর্থাৎ সূর্যকে পুরানে গ্রহ বলা হয়েছে। কিন্তু রবি তো একটি নক্ষত্র। আমরা জ্ঞাত বা অজ্ঞাতসারে শিশুদের ভুল শিক্ষা দিচ্ছি। তাছাড়া রাহু ও কেতু নামে  কোনো গ্রহের  অস্তিত্ব এই সৌরজগতে নেই। তবুও আমরা নয়টি গ্রহের মধ্যে রাহু কেতুকে রেখেছি। কারন পুরানে আছে। তাই রাহু, কেতু কে গ্রহ বলেই মানতে হবে।পড়তে হবে।শিখতে হবে।বাচ্চাদের শেখাতে হবে। কিন্তু কেন??

হিন্দু ধর্মের পুরাণ অনুসারে, "সমুদ্র মন্থনের সময় রাহু (স্বরভানু) নামক এক অসুর লুকিয়ে দিব্য অমৃতের কয়েক ফোঁটা পান করে। সূর্য্য ও চন্দ্রদেব তাকে চিনতে পেরে মোহিনী অবতাররূপী ভগবান বিষ্ণুকে জানায়। তৎক্ষণাৎ,অমৃত গলাধঃকরণের পূর্বেই বিষ্ণু আপন সুদর্শন চক্রের মাধ্যমে রাহুর ধড় থেকে মুন্ড ছিন্ন করে দেন। অমৃত পানের জন্য মুন্ডটি অমরত্ব লাভ করে এবং এভাবেই রাহু গ্রহটির উৎপত্তি হয়; (এই ভাবে কি কোনো গ্রহের জন্ম হতে পারে ?) বাকী মুন্ডহীন দেহটির নাম হয় কেতু। সূর্য্য ও চন্দ্রের প্রতি বিদ্বেষের কারণে বছরের নির্দিষ্ট সময় অন্তর রাহু এদেরকে গ্রাস (গ্রহণ) করে ফেলে। কিন্তু এই গ্রহণের পর সূর্য্য ও চন্দ্র রাহুর কাটা গ্রীবা থেকে আবার বেরিয়ে আসে।এই ভাবেই সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ হয়।" যা একটি অবৈজ্ঞানিক মতবাদ। 


আমরা ভূগোল বইয়ে পড়েছি সৌরমণ্ডলের কথা।সৌরমন্ডলে যে নয়টিগ্রহের নাম রয়েছে সেগুলি হল – বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি,শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। যদিও তার মধ্যে বর্তমানে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্লুটোকে বলা হয় বামন গ্রহ। ভেবে দেখুন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞানের  অভূতপূর্ব উন্নতির পরও আমরা কি পৌরাণিক গালগল্প গুলো মানব না বিজ্ঞান মানব ! বাচ্চাদের স্বার্থে এ কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার!

১০-দশ-এ দিক।দশটি দিকের নির্দেশ দেওয়া হয়েছে। এই দশটি নাম  হল পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, উর্ধ এবং অধঃ।... এটা সত্যি। তাই এটা নিয়ে কোনো বিতর্ক নেই। 

সময়ের সাথে বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলায় বুদ্ধিমানের কাজ। পরিশেষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক কবিতার কয়েকটি লাইন নিম্নে উদ্ধৃতি করে এই লেখা শেষ করছি।


"যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে

সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে;

যে জাতি জীবনহারা অচল অসাড়

পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।"



ঋণ স্বীকার।

সংসদ বাংলা অভিধান।

বাংলা অভিধান।

কয়েকটি পুরাণ গ্রন্থ।

উইকিপিডিয়া।



বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মোদী সরকার কি কৃষক দরদী সরকার ?


কেন্দ্রের মোদি সরকার কি কৃষক-শ্রমিক দরদী সরকার??

জনগনের ভোটে নির্বাচিত সরকার যে সবসময় জনগণের সরকার হবে, তা নাও হতে পারে।

কেন্দ্রের মোদি সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার। কিন্তু দেখুন সেই সরকার যতগুলো নতুন আইন এনেছেন ।তার একটাও কি জনগণের ভালোও জন্য....??
কেন্দ্রের আনা কৃষি বিল― কৃষক বিরোধী বিল।
কেন্দ্রের আনা নাগরিকত্ব বিল ― ভারতের নাগরিক বিরোধী।
কেন্দ্রের আনা চিকিৎসা বিল ― আধুনিক চিকিৎসা বিরোধী।
তাহলে এই আইন গুলো কাদের ভালোর জন্য??

কৃষি বিল যদি কৃষকদের মঙ্গলের জন্য, কৃষকদের ভালোর জন্য হতো , তাহলে দেশব্যাপী এতো কৃষক-শ্রমিক আন্দোলন হত না। ?কৃষি বিলের বিরুদ্ধে দেশের কৃষকরা সম্মিলিত ভাবে আন্দোলনে নেমেছে। তাহলে কার স্বার্থে মোদি সরকার এই কৃষি বিল পাশ করল??

শীতকালে  নেতা মন্ত্রীরা যখন লেপের নীচে আরামে নিদ্রামগ্ন ।সেই সময় শীতের ঠান্ডা উপেক্ষা করেই দিল্লির রাজপথে দিন রাত্রি এক করে  কৃষকরা কালা আইনের বিরোধিতা করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ এই কৃষক আন্দোলনকে সমর্থন জানাচ্ছে। অনেকে সরকারের দেওয়া সম্মানীয় উপাধি , পুরস্কার ফিরিয়ে দিয়ে এই কৃষি আইনের প্রতিবাদ করছে। তবুও মোদি সরকারের  কিছু আসে যায় না।
কারন মোদি সরকার গরিব বিরোধী সরকার।
মোদি সরকার কৃষক বিরোধী সরকার।
মোদি সরকার শ্রমিক বিরোধী সরকার।
মোদি সরকার আদিবাসী বিরোধী সরকার।
মোদি সরকার সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী সরকার।
মোদি সরকার দলিত বিরোধী সরকার।

তাই কৃষক আন্দোলন এক মাস পেরিয়ে গেলেও মোদিজী কৃষকদের প্রতি নূন্যতম সম্মান জানিয়ে আলোচনায় একবারও  বসেনি। কৃষকের ন্যায্য দাবিকে মূল্য দিয়ে কৃষক বিল প্রত্যাহার করে নি।
তবে হ্যাঁ। মোদিজী দেশের অন্নদাতা কৃষকদের কাছে না গেলেও  তাঁর সরকারের প্রাণভোমরা আম্বানির ছেলে না নাতি কোন নার্সিংহোমে হয়েছে, সেখানে গিয়েছিলেন। আর যাবেই না কেন?? দেশের ধনকুবেররাই তো সরকারের নিয়ন্ত্রক!! 

অতিমারি - মহামারিতে দেশের মানুষ সর্বস্বান্ত। ঘরে ঘরে অর্থকষ্ট। কৃষক- শ্রমিক- যারা দিন আনে দিন খাই, সেই সমস্ত মানুষের যে কি কষ্টে দিন যাচ্ছে! তা একমাত্র ভুক্তভোগীরাই ভালো জানে। অতিমারি ক্লিষ্ট সময়ে, দেশের অর্থনীতি যখন প্রায় কোমায় চলে গেছে,সেই সময়  এক হাজার কোটি টাকা বাজেট পেশ করে নতুন সংসদ ভবন নির্মাণ করা হচ্ছে কার স্বার্থে??

©জামাল আনসারী
16/12/2020