ভারতের কৃষকরা কি দেশদ্রোহী??
ভারতের 70% মানুষ কৃষিজীবী। কৃষিই তাদের বাঁচার একমাত্র রসদ। যে বছর ভালো ফসল হয়, সে বছর কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। আর ভালো ফসল না হলে কৃষকের মাথায় হাত!! কি করে খেয়ে পরে দিন যাবে সেই চিন্তায় দিন কাটে,রাত কাটে। সাধারণত কৃষকরা রাজনৈতিক মারপ্যাঁচের মধ্যে থাকে না। কিন্তু কেন্দ্রীয় সরকার কৃষকদের হাতে না মেরে ভাতে মারার জন্য কৃষক বিরোধী বিল এনেছে। এরপরের কি কৃষকরা চুপ করে থাকবে??
দেশের কৃষকরা সম্মিলিত ভাবে সারা দেশব্যাপী এই কালা কৃষক আইনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে। দিল্লির রাজপথে খোলা আকাশের নীচে প্রচন্ড শীতের দুঃখ কষ্ট সহ্য করেই লক্ষ লক্ষ কৃষকরা আন্দোলনে সামিল হয়েছে ।এই আন্দোলন আজ 30 দিনে পড়ল। এই আন্দোলনের গতি প্রকৃতি লক্ষ্য করে মোদী সরকারের দু চোখের ঘুম উড়ে গেছে। তাই গোদি মিডিয়া সরকারকে বাঁচাতে বলছে কৃষকরা দেশদ্রোহী। আসলে দেশের যারা ভালো চায়, দেশকে হৃদয় দিয়ে ভালোবাসে, তারাই এখন সরকারের চোখে দেশদ্রোহী, আর যারা দেশের কোটি কোটি টাকা লুট করছে আর বিদেশে পালিয়ে যাচ্ছে, তারায় দেশপ্রেমিক।
©জামাল আনসারী
16/12/2020
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন